হাইটেক ও স্মার্ট স্টেশনে পরিণত হবে আসানসোল স্টেশন, পাওয়া যাবে এয়ারপোর্টের মতো সুবিধা

পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর আসানসোলকে নতুন উপহার দিতে চলেছে কেন্দ্র। আর এই নিয়ে ইতিমধ্যে বড়োসড়ো ঘোষণা করেছে ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বমান রেল স্টেশন তৈরির জন্য আসানসোলকেই বেছে নিয়েছে রেলওয়ে বোর্ড। নতুন ভাবে সেজে উঠবে আসানসোল রেল স্টেশন (Asansol Railways Station)। বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে উঠবে এই আসানসোল স্টেশন এমন তাই জানিয়ে দিল ভারতীয় রেলওয়ে বোর্ড (Indian Railway Board)।

১৮৮৫ সালে প্রথম তৈরি হয় এই স্টেশন। আসানসোল ডিভিশনের ডিআরএম প্রেমানন্দ শর্মা জানিয়েছেন, এই স্টেশনকে বিশ্বমানের নিরিখে গড়ে তোলার জন্য ৩ ডিসেম্বর চূড়ান্ত নির্দেশ এসেছে। আগামী বছরের মে মাস থেকে আসানসোল স্টেশনের ভোলবদলের কাজ শুরু হবে এবং দু’বছরের মধ্যেই তা শেষ হবে।

এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। রেল সুত্রে জানা যায় এই রাজ্যে পূর্ব রেলের (Eastern Railway) চারটি ডিভিশন। হাওড়া , শিয়ালদহ, মালদহ এবং আসানসোল। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনের জনসংখ্যা তুলনামূলক ভাবে বেশি হলেও আসানসোল স্টেশনের জনসংখ্যাও কিছু কম নয়।