বাংলা ছেলে অরিজিৎ সিং এর মোট সম্পত্তির পরিমাণ দেখে লজ্জা পাবে একাধিক বলি অভিনেতা

আমরা প্রায় সবাই মিউজিক জিনিসটাকে পছন্দ করে থাকি। কিছু কিছু মানুষের জন্য মিউজিক হচ্ছে ডেলি লাইফের অংশ। মানুষ মন খারাপ থাকলে মিউজিক শোনে, জগিং করতে করবে মিউজিক শোনে, গাড়ি করে ট্রাভেল করার সময়ও মিউজিক শোনে। মানুষের আবার মিউজিকের আলাদা আলাদা পছন্দ থাকে।কেউ অমুক সিঙ্গারের বা অমুক ধরণের মিউজিক বা গান শুনতে পছন্দ করে।

আজকের যুগে ভারতে বেশিরভাগ মানুষ যেই সিঙ্গারের গান পছন্দ করে থাকে তিনি হলেন অরিজিৎ সিং। যদিও বলিউডে অনেক ভালো ভালো সিঙ্গার আছে যাদের গান সবাই খুব পছন্দ করে কিন্তু অরিজিৎ সিং এর গানে একটা আলাদাই ব্যাপার আছে। তিনি তার গান দ্বারা সবাইকে মুগ্ধ করে তোলেন। তারভগান গুলি রিলিজের সাথে সাথে সুপারহিট হয়ে যায়।

তার গান শোনার জন্য লোকে পাগল থাকে তাই ডিরেক্টররাও নিজেদের ফিল্মে অরিজিৎ সিংয়ের গান রাখার জন্য উৎসাহী থাকেন। অরিজিৎ সিং-এর গানের সাথে সাথে তার পারসোনালিটির মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। তিনি বাকি সেলিব্রিটিদের মতো অ্যাটিটিউড নিয়ে থাকেন না। তিনি খুব সাধারণ মানুষের মতো জীবন-যাপন করেন। লাইম-লাইটে থাকতে তিনি একদমই পছন্দ করেন না।

আপনি যদি কখনো অরিজিৎ সিং এর সাজ-পোশাক লক্ষ্য করে থাকেন তাহলে দেখেছেন নিশ্চই যে তিনি সাধারণ মানুষের মত সাজ-পোশাকে থাকেন। কোনো চমক-দমক নেই। আর একটি সাইড ব্যাগ ও হাওয়াই চপ্পল পরে তাকে ঘোড়া-ফেরা করতে দেখা যায়। এমনকি খবর আছে যে তিনি লোকেদের মাঝে এমনভাবে ঘরেন যে কেউ তাকে চিনতে পর্যন্ত পারবে না।

কেউ বলবে যে অরিজিৎ সিং এতো সাধারন ভাবে থাকে তিনি আসলে কোটি কোটি টাকার মালিক। অরিজিৎ একেকটি গান গাওয়ার জন্য যত টাকা চার্জ করে সেই এমাউন্ট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আসুন এই আর্টিকেলে মাধ্যমে জেনেনি যে অরিজিৎ সিং কত কোটির মালিক ও একেকটি গান গাওয়ার জন্য তিনি কত টাকা চার্জ করেন।

অরিজিৎ সিং মড়র এর মতো ফিল্মে গান গেয়েছেন। যদি এজটি ফিল্মে অনেকগুলি গানের কন্ট্রাক্ট আরিজিৎকে দেওয়া হয় তবে তিনি প্লেব্যাকের একটা গান গাওয়ার জন্যই প্রায় ১০-১২ লাখ টাকা চার্জ করেন। এছাড়া স্টেজ শো তে যাওয়ার জন্য তিনি প্রায় ১.৫ কোটি টাকা চার্জ করে থাকেন। আর প্রাইভেট শো করার জন্য তিনি প্রায় ৫০ লাখ টাকা ফিস নেন। এতো কোটি টাকার মালিক হওয়ার পরও সাধারণ মানুষের মতো লাইফ কাটানো সত্যি অনেক বড় ব্যাপার আর অরিজিৎ সিং য়ের এই কোয়ালিটি তাকে সবার থেকে আলাদা বানায়।