রিল লাইফের সিনেমার গল্পকেও হার মানাবে অরিজিৎ সিং এর জীবন কাহিনী

বর্তমানে সারা ভারতের সংগীত মহলের কেবলমাত্র একটি গলা যা নিমেষেই একমুহুর্তে কেড়ে নিতে পারে হাজার হাজার শ্রোতার ভালোবাসার অনুভূতি,  কেবলমাত্র তাঁর গলার জাদুতেই তাঁর নাম অরিজিৎ সিং। হিন্দি ভাষার পাশাপাশি বাংলা, তামিল, তেলেগু,মারাঠি অনেক ভাষার গানেই তাঁর গলার জাদু সমান তালে জনপ্রিয়তার শীর্ষে আছে বর্তমানে। এ হেন সংগীত শিল্পী বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন কাহিনী খুব সচেতন ভাবে এড়িয়ে গেয়েছেন নানা বিধ প্রশ্নবাণের সন্মুখ হতে হয়েছে বারবার।

অরিজিৎ সিং এর ব্যক্তিগত জীবনের প্রেমকাহিনী রুপোলি পর্দার সুপারস্টার জুটিদের সমীকরণ কেও হার মানাবে একপ্রকার। কখন‌ও প্রেম এসেছে কখন‌ও প্রেম ভেঙেছে আবার বৈবাহিক বন্ধন‌ও সমান তালে সময়ের জোয়ার ভাটায় ওঠা নামা করে গেয়েছে। ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে এই স্বনামধন্য গায়ক জন্মগ্রহণ করেন।  ছোট থেকেই গানের প্রতি ছিল তাঁর অগাধ আরাধনা। পন্ডিত রাজেন্দ্রপ্রসাদ হাজারীর সুরের পাঠশালায় শুরু হয় তার প্রথম তপস্যা। সেখান থেকেই তার হিন্দুস্থান ক্লাসিক এর দক্ষতা অর্জন এর সিঁড়ি এগোতে থাকে।
২০০৫ সালে ফেম গুরুকুল নামক একটি রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেন তিনি। শ্রেষ্ঠত্বের মুকুট অধরা থেকে গেলেও সেই মঞ্চ থেকে তিনি তার গলার স্বরে এটা নিশ্চিত করে দিয়েছিলেন যে তিনি লম্বা দৌড়ের ঘোড়া। এর পর সংগীত পরিচালক প্রীতম এর সহযোগী হিসেবে অনেক দিন কাজ করেন। ২০১০-১১ সালে ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে তাঁর সফলতার সিঁড়ি এগোতে থাকে ধীরে ধীরে শ্রোতাদের মনে। এর সালটা ২০১৩, অরিজিৎ সিং এর একটি গান ‘তুমহি হো’ সারা উপমহাদেশীয় শ্রোতাদের অনুভূতি কে তোলপাড় করে দেয় সৃষ্টি হয় একটা নতুন ইতিহাসের ফলকনামা। এর পর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি এখনও পর্যন্ত।২০১৩ সালেই ফেম গুরুকুল এর একজন প্রতিযোগী রূপকথা ব্যানার্জীর সাথে তাঁর ভালোবাসার রসায়নে ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে তাঁরা আবদ্ধ হন। কিন্তু সেই বন্ধন এক বছর‌ও টেকে নি। এর পর ২০১৪ সালে নিজের ছোট বেলার বান্ধবী কোয়েল রায় কে তিনি বিয়ে করেন। কোয়েল এর এর আগেও একটি বৈবাহিক সম্পর্ক ছিল।

কিন্তু সেই বিয়ে তার সুগম ছিল না মোটেও। অরিজিৎই তাঁকে প্রথম প্রস্তাব দেন। কোয়েল সেই প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর বাঙালি হিন্দু রীতিমতে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।আপাতত সেই সম্পর্কেই তাঁরা অটুট আছেন এবং সন্তানদের সাথে তাঁরা সুখী সংসার কাটাচ্ছেন।

Related Articles

Back to top button