সুরের জাদুতে অরিজিৎ সিং কেও টেক্কা দিবে তার নিজেরই বোন, জানুন তার পরিচয়

ভারতে জনপ্রিয় গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং। তাঁর ফ্যান শুধু দেশে নয়, গোটা বিশ্বে রয়েছে। তবে এবার অরিজিৎ সিং নয় তাঁর বোন অমৃতার কথা বলবো। দাদা অরিজিৎ সিংয়ের মতো অমৃতাও খুব ভালো গান গান।

অমৃতা তাঁর দাদা অরিজিৎ সিংয়ের থেকে চার বছরের ছোট। তাঁর গলার কন্ঠস্বর খুবই মধুর। সম্প্রতি তিনি টলিউডের সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ভুলে যেও আমাকে’ গানটি গেয়েছেন। এই গানটি ‘জেনারেশন আমি’র ছবির গান। ছবিটি পরিচালক হলেন মৈনাক ভৌমিক। গানটি ইতিমধ্যে সুপারহিট হয়েছে।

এর আগেও অমৃতা বলিউডের ‘হেট স্টোরি ফোর’ মুভিতেও জুবিন নটিয়ালের সঙ্গে একটি গান ডুয়েট গেয়েছিলেন। অরিজিৎ সিংয়ের মাও গানের সাথে যুক্ত। অমৃতা গান শিখেছেন , মায়ের গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারী এবং দাদা রাজেন্দ্র প্রসাদ হাজারীর কাছে। তিনি কোলকাতায় সঙ্গীতের রানী কৌশকি চক্রবর্তীর কাছেও তালিম নিয়েছেন।

অমৃতা দাদার সঙ্গে স্টেজও শেয়ার করেছেন। তিনি ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে জিয়াগঞ্জের ছেলে নিলয়কে বিয়ে করেছেন। প্রঙ্গগত বলে রাখি, অরিজিৎ সিং বা তার বোন অমৃতার বাড়িও জিয়াগঞ্জেই। নিলয় একজন সাউন্ড প্রোগ্রামার। অমৃতা দাদা অরিজিৎ সিংয়ের মতোই একজন নামি শিল্পী হতে চান।