মিশরে খনন কার্যে মিলল ১৮০০ বছরের পুরনো শহর! ভেতরের দৃশ্য দেখে হতবাক মানুষজন

মিশরে খনন কার্যে মিলল ১৮০০ বছরের পুরনো শহর

এই পৃথিবী বুকে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। কত সভ্যতা এসেছে আবার কত সভ্যতা কালের স্রোতে হারিয়ে গিয়েছে। তবে সভ্যতা হারিয়ে গেলেও, সে সময়ের নানা জিনিস আজও মাটি খনন করে পাওয়া যায়। যা থেকে প্রত্নতাত্ত্বিকরা অনেক তথ্য পেয়ে থাকেন। সম্প্রতি মিশরে খনন কার্য চালিয়ে বহু পুরানো এক শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা (Archaeologists)। আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত জেনে নিন।

Artitecture

আজ কথা বলবো মিশরকে (Egypt) নিয়ে। মিশর একটি ঐতিহাসিক স্থান। যেখানে নানা সময় বিভিন্ন খনন কার্য চালিয়ে প্রত্নতাত্ত্বিকরা নানা উপাদান সংগ্রহ করেছেন। এখানকার উল্লেখযোগ্য ঐতিহাসিক উপাদান পিরামিড। যা এক বিস্ময়। আজও এ নিয়ে নানা রহস্য থেকে গেছে। ভিতর থেকে এমন অনেক তথ্য নানা সময় উঠে এসেছে যা অবাক করেছে মানুষকে। সম্প্রতি মিশরে এমনই এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা (An ancient city was discovered in Egypt)। যা কিনা প্রায় ১৮০০ বছরের পুরনো।

আসলে মিশরের একদল প্রত্নতাত্ত্বিক লুক্সর শহরের (Luxor city) নিকট খনন কার্য চালিয়েছিলেন। যেখান থেকে তাঁরা ১৮০০ বছরের পুরনো একটি শহরের সন্ধান (1800 Years Old City In Egypt) পেয়েছেন। এই প্রত্নতাত্বিক দলের প্রধান হলেন মুস্তফা ওয়াজিরি (Mustafa Wazir)। তিনি জানিয়েছেন এই শহরটি দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর। সে সময় এই অঞ্চলে মানুষের বসবাস ছিল। ওই প্রত্নতাত্বিকরা নীলনদের পিশ্চিম তীর থেকে খনন কার্য চালিয়ে এই প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন। মুস্তফা ওয়াজিরিরের মতে, ‘লুক্সরের পূর্ব তীরে পাওয়া প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর’।

 

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে প্রত্নতাত্ত্বিকরা লুক্সরের পশ্চিম দিকে একটি প্রাচীন সোনার শহরের সন্ধান পেয়েছিলেন। যার বয়স আনুমানিক ৩০০০। এবার এই শহরের পূর্ব দিকেও একটি শহরের সন্ধান পেলেন। এই শহর থেকে অনেক প্রাচীন বাড়ি খনন কার্যের ফলে পাওয়া গিয়েছে। এছাড়া এই অঞ্চল থেকে পাত্র, সরঞ্জাম এবং ব্রোঞ্জের রোমান মুদ্রাও পাওয়া গিয়েছে। এই অবিস্কারটিকে ওয়াজিরির বিরল বলে জানিয়েছেন।