মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩২০০ বছরের পুরনো গুপ্তধন, দেখে অবাক প্রত্নতাত্ত্বিকরা

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩২০০ বছরের পুরনো গুপ্তধন

এ পৃথিবী (earth) বহু পুরানো। আর পৃথিবীর মধ্যে গড়ে ওঠা সভ্যতাও বহু প্রাচীন। যার মধ্যে অনেক সভ্যতায় আজ মাটির তলায়। তাদের খোঁজ মেলে শুধু ইতিহাসের পাতায়। এই সমস্ত বিষয়ে খোঁজ খবরের জন্য প্রত্নতাত্ত্বিকরা (Archaeologist) প্রতিনিয়ত গবেষণা করে চলেছে। বিশ্বের নানা দেশে এমন অনেক সাইট রয়েছে, যেখান থেকে কিছু না কিছু প্রাচীন জিনিসের খোঁজ মিলছে। সম্প্রতি এমনই এক সাইট (Archaeological Site) থেকে বহু পুরানো সোনার ধন পাওয়া গেল। চলুন বিস্তারিত জেনে নিন।

Archaeological

ঘটনাটি আর্মেনিয়ার। দীর্ঘদিন ধরে পোলিশ ও আর্মেনিয়ায় প্রত্নতাত্ত্বিকরা (Polish-Armenian Archaeologist) মিলিত ভাবে আর্মেনিয়ার মেটসমোর সাইটে (Metsamor In Armenia) খনন কার্য চালাচ্ছিলেন। এই সাইটটি বহু প্রাচীন। এখান থেকেই খনন কার্য চালিয়ে আর্মেনিয়ার একদল প্রত্নতাত্ত্বিক সোনার ধন খুঁজে পেয়েছেন। জানিয়ে রাখি, মেটসমোর সাইটটি আরারাত সমভূমিতে অবস্থিত। ২০০ হেক্টর জমি জুড়ে রয়েছে এটি।

প্রত্নতাত্ত্বিকরা প্রথমে দুটি সমাধির উপর খনন কার্য চালায়। আর এই সমাধি থেকেই সোনার হারের কিছু অংশ উদ্ধার করে। এরপর সমাধি দুটি আরো খনন করে দুটি কঙ্কাল উদ্ধার করেন। সাথে মেলে বহু প্রাচীন সোনার অলঙ্কার। এই সমাধি দুটি থেকে ১০০ টির বেশি মুক্তা, দুটি সোনার দুল (Golden Tomb) সহ আরো অনেক অলঙ্কার মিলেছে। কঙ্কাল দুটির পা সামান্য বাঁকা। প্রত্নতাত্ত্বিকরা এই অলংকার গুলি পরীক্ষা করে জানিয়েছেন, এগুলি ৩২০০ সাল পুরানো।

Armenian

প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, হাড়গুলো খুব ভালোভাবে সংরক্ষিত ছিল এখানে। প্রাপ্ত কঙ্কাল কোনো দম্পত্তির বলে মনে হচ্ছে, যাঁরা ৩০ ও ৪০ বছর বয়সে মারা গিয়েছিল। সমাধি থেকে যে দুল পাওয়া গিয়েছে সেগুলি অনেকটা সেল্টিক ক্রসের মতো দেখতে। যার মধ্যে কিছু কিছু কার্নেলিয়ান দুলও। এই অলঙ্কার গুলি ব্রোঞ্জ যুগের। ১৯৬৫ সাল থেকে এখানে খনন কার্য শুরু হয়। এখনো পর্যন্ত এই স্থান থেকে সোনার নেকলেস সহ সিংহীর চিত্র, সোনার বেল্ট উদ্ধার করা হয়েছে।

Research