করতে হবে না জলের মতো টাকা ব্যয়! মাত্র ১০ হাজারে পূরণ হবে বিদেশের এই ৫ টি জায়গায় ঘোরার স্বপ্ন

পকেটে মাত্র ১০,০০০ টাকা থাকলেও ভালোভাবে করা যাবে বিদেশ ভ্রমণ

এখন সেপ্টেমবর মাসের শেষ। এই সময়টা থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকের মনটাই কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে। বিশেষ করে এইসময় মানুষ বিদেশ ট্রিপে (Foreign trip) একটু বেশি যেতে পছন্দ করে। তবে বিদেশের কয়েকটি দেশ এমন রয়েছে যেখানে ঘুরতে যাওয়া সাধারণ মানুষের জন্য সহজ হয় কারণ সেখানকার খরচা মোটামুটি মানুষের বাজেটের মধ্যে পরে। কিন্তু বিদেশের কিছু কিছু জায়গা বা দেশ এমন রয়েছে যেখানের খরচা এতটাই বেশি হয় সেখানে যাওয়ার কথা সাধারণ মানুষ তো বাদ দিলাম, ধনী ব্যক্তিদের যেতে গেলেও ১০বার চিন্তা করতে হয়। এই দেশের থাকা,খাওয়া, পাবলিক ট্রান্সপোর্ট সবকিছু অনেক দামি। তবে হতাশ হওয়ার প্রয়োজন নেই। আজ আমরা এই আর্টিকেলে কিছু এমন বিদেশি দেশের সম্মন্ধে জানাবো যেখানে আপনি পকেটে মাত্র ১০,০০০ টাকা থাকলেও খুব ভালোভাবে ভ্রমণ করতে পারবেন (Foreign trip) । এছাড়া এমনিতেও ২ দিন পর অর্থাৎ ২৭ শে সেপ্টেম্বর যেহেতু বিশ্ব পর্যটন দিবস এই উপলক্ষ্যে এই দেশ গুলির বিষয় জেনেনিন ও বিদেশ ভ্রমণের প্ল্যান করেই ফেলুন।

১) নেপাল: নেপাল দেশের কাঠমান্ডু শহরটি ঘোড়ার জন্য উত্তম জায়গা। এখানে আপনি পাহাড়-পর্বত ছাড়া কাঠমান্ডুর ঐতিহাসিক বিল্ডিং গুলিও দেখতে পাওয়া যাবে। যদি আপনি বাসে করে যেতে চান তবে দিল্লী থেকে কাঠমান্ডু যেতে খরচ পরবে মানুষ প্রতি ৩০০০ টাকা। আপনি এক দিনের নেপাল ভ্রমণের জন্য যেতেই পারেন ও সেখানে ঘুরে, খেয়ে  ও কেনাকাটা করে সহজেই ১০০০০ হাজারের বাজেটে আবার বাড়িও ফিরে আসতে পারবেন।

Nepal

২) ভিয়েতনাম: প্রাকৃতিক সৌন্দর্য্য দ্বারা ভরপুর এই জায়গায় যাওয়ার জন্য যদি ফ্লাইটের খরচটা বাদ দেওয়া হয় তবে থাকার জন্য একদিনের খরচা ১০০০ ও খাওয়ার একদিনের খরচ ৮০০ টাকায় হয়ে যাবে। আপনি এখানে সাইডসিং করতে পারেন, হা লগ বে ও মেকং ডেল্টা যেতে পারেন।

Vietnam

৩) ভুটান: এটিও ভারতের প্রতিবেশী দেশ। এখানে আপনি ১০,০০০ টাকার বাজেটে ১/২ দিনের ভ্রমণ প্ল্যান করতে পারবেন। ফ্লাইটের খরচা বাদ দিলে এখানে ৪০০/৫০০ টাকায় খাওয়া ও ৭০০/৮০০ টাকায় ৩স্টার হোটেলে ১ দিনের থাকা খরচ লাগবে।

Bhutan

৪) থাইল্যান্ড: যদি আপনি ভালো করে বুঝে টিকিট কাটান তবে ১০০০/১৫০০ টাকার মধ্যে আপনি এইখানে যাওয়ার ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন। এখানে ১/২ দিন থাকলে থাকা ও খাওয়া মিলিয়ে ১০০০০ টাকার মধ্যে হয়ে যাবে। এখানে একদিনের খাওয়া ১১০০ ও থাকা ১৫০০-এর মধ্যে হয়ে যাবে।

Thailand

৫) বাংলাদেশ: বাংলাদেশও সস্তা দেশগুলির মধ্যে রয়েছে যেখানে কম বাজেটে ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। এখানে যাওয়ার জন্য আপনি বাস বা ফ্লাইট সুবিধা মতো পরিকল্পনা বেছে নিতে পারবেন। যদি ফ্লাইটের ভাড়া বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশে একদিনের খাবারের খরচ পড়বে ৭০০-৮০০ টাকা এবং জীবনযাত্রার বা থাকার খরচ পড়বে প্রায় ১৫০০ টাকা। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ৪০০ থেকে ৫০০ টাকায় সহজেই ঘুরে বেড়ানো যায়।

Bangladesh