বড় চ্যালেঞ্জের মুখে চিকিৎসা বিজ্ঞান, মায়ের পেটেই গর্ভবতী ৫ মাসে ভ্রূণ!

বস্তির ডাক্তারদের সামনে এসেছে এক দুর্লভ কেস। বস্তির এক গর্ভবতী মহিলার ভ্রূণের পেটের ভেতর আরেকটি ভ্রূণ বেড়ে উঠছে। ৫ মাসের গর্ভবতী এক মহিলা যখন বস্তির মালভিয়া রোডের ভাব্য মেডিকেল সেন্টারে চেক-আপের জন্য যান তখন তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে চিকিৎসকরা অবাক হয়ে যান। আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা গেছে মহিলার পেটে যে ৫ মাসের সন্তান রয়েছে সেই সন্তানের পেটে ৮ সপ্তাহের একটি ভ্রূণ রয়েছে (another fetus of 8 weeks is growing in 5 month fetus) । যখন চিকিৎসক এই বিষয় সেই মহিলা ও তার পরিবারের লোকদের জানান তখন তারাও অবাক হয়ে যান।

এই মহিলার কেস যেই সিনিয়র মহিলা ডাক্তার আভা সিং দেখছেন তিনি জানিয়েছেন যে এই মহিলা মিডিল ক্লাস পরিবারের মহিলা ও তিনি গ্রামীণ এলাকার বাসিন্ধা। এই মহিলার দুটি সন্তান আগেই রয়েছে। গত মঙ্গলবার এই মহিলা ওপিডি চিকিৎসালয়তে পরামর্শ নেওয়ার জন্য গেছিলেন। প্রাথমিক চেকআপের সময় মহিলার পেট অস্বাভাবিক লাগায় আল্ট্রাসনোগ্রফি করতে বলা হয়েছিল। আর আল্ট্রাসনোগ্রফি করার পর ভ্রূণের ভেতর ভ্রূণ বেড়ে ওঠার ব্যাপারটি সামনে বেরিয়ে আসে। প্রথমে তো এই বিষয় তিনি বিশ্বাস করতে না পেরে অন্য চিকিৎসক রেডিওলজিস্ট আর.এন পান্ডে ডাকেন তিনি।

 

প্রথবার টেস্ট করার পর আরো অনেকবার টেস্ট করা হয়েছিল কিন্তু প্রতিবার একই পরিণাম সামনে আসে। এরপর রেডিওলজিস্ট আর.এন পান্ডেকে যখন ডাকা হয় আর তিনি এসে যখন টেস্ট করেন তখনও একই পরিণাম বেরোয়ে। এই রিপোর্টটি রেডিওলজিস্ট সংগঠনের মধ্যেও রাখা হয়েছিল এতেও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে মহিলার পেটে থাকা ভ্রূনের পেটে আরেকটি ভ্রূণ রয়েছে।

রেডিওলজিস্ট আর.এন পান্ডে বলেছেন “বাচ্চার পেটে ভ্রূণ থাকায় মা ও বাচ্চার প্রাণ সংশয় রয়েছে। সবকিছু ঠিক থাকলে বাচ্চা জন্মানোর পর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির অপারেশন করতে হবে এবং বাচ্চার পেট থেকে ভ্রূণটিকে বের করতে হবে। তবে এই সার্জারি বা অপারেশন কোনো পিডিওট্রিক সার্জন করতে পারবে। কিন্ত পিডিওট্রিক সার্জন ডাক্তারের সুবিধা এখানে নেই। এমনকি গোটা ভারতে এই ধরনের সার্জারির সুবিধা নেই। প্রেগনেন্ট মহিলা ও তার স্বামীকে এই বিষয় জানকারি দেওয়া হয়েছে।