শোভন-বৈশাখীর পরকিয়া নিয়ে গান বাঁধলো অনীক! বেজায় চটেছেন নেটিজেনরা , ভাইরাল ভিডিও

বাংলা, হিন্দি দুই ইন্ডিস্ট্রিতেই খুব জনপ্রিয় একজন গায়ক অনীক ধর (Anik Dhar)। গানের রিয়ালিটি শো সারেগামাপা র বিজয়ী হয়ে তার যাত্রা শুরু হই এই ইন্ডাস্ট্রিতে। এখন প্রচুর কাজ করছেন গান নিয়ে অনেক অ্যালবাম ও রয়েছে তার। হাজার ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন অনীক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেনসেশন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়ের (Baisakhi Banerjee) সম্পর্কের রসায়ন নিয়ে একটি মজার মিউজিক ভিডিও বানিয়েছেন অনীক।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে না হতেই তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেতিজেন দের অনেকেই মজার ছলে গান টা নিলেও চটেছেন অনেক ভক্ত রা, তাদের কথায় অনীক ধরের মতো একজন গায়ক যার জনপ্রিয়তা গোটা ভারতে,গান নিয়ে তাঁর এমন ছেলে খেলা দেখবে আশা করেনি কেউ। শোভন-বৈশাখী ওয়ালা পেয়ার নামের ওই মিউজিক ভিডিওতে অনীক ধর সেজেছেন শোভন চট্টোপাধ্যায়ের সাজে এবং তার পাশেই একজন মহিলা লাল বেনারসী পরে বৈশাখী বন্দোপাধ্যায় সেজেছেন।

দুজনেই গান গাইছেন গলা ছেড়ে আর দিব্যি ঘুরে বেড়াচ্ছেন টোটোয় চেপে । বাংলা সারেগামাপা রিয়ালিটি শো জেতার পর ২০০৭ সালে মিউজিক কেরিয়ার শুরু করেছিলো অনীক মাত্র ১৭ বছর বয়সে। এরপর তিনি অনেক মিউজিক্যাল রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন এছাড়া বাংলা বিগ বস শোয়ের বিজেতাও ছিলেন তিনি। হিন্দি ও বাংলা ভাষার বেশ কয়েকটি মিউজিক অ্যালবামও রয়েছে তাঁর ।নেটিজেনদের একটা বড় অংশ বেজায় চটেছেন গানের এরকম রুচিহীন ভাষা শুনে।

ক্ষোভ উগরে দিয়ে একজন লিখেছেন ‘একটাই কথা আপনার মতন গায়কের কাছ থেকে এমন একটা নোংরা সস্তা গান আশা করিনি আসলে মানুষটার রুচি বোধ টাই হারিয়ে গেছে অবশ্য আপনারা শুধু মাত্র আয় করার উদ্দেশ্যে মূল্য বোধ বিক্রি করতে পারেন। অনেক অভিনন্দন। ‘ পাশাপাশি অনুশোচনার সুরে একজন লিখেছেন ‘তোমাকে বেকার সারেগামাপা জিতিয়েছিল। সত্যি বলছি।’

Related Articles

Back to top button