কী কারণে জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন! ৪৯ বছর পর KBC মঞ্চে ফাঁস করলেন সেই রহস্য

বলিউডের প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা (Bollywood actor) হলো অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ইনি ‘সাত হিন্দিস্তানী’ ফিল্মের মাধ্যমে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন ১৯৬৯ সালে। এরপর একের পর এক হিট ফিল্মে কাজ করে তিনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও হাইপেড অভিনেতা (Bollywood actor) পরিণত হন। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)সেই ১৯৬৯ থেকে এখনো পর্যন্ত বলিউডে রাজত্ব করে চলেছেন। বর্তমানে বলিউডে তিনি বিগবি নামে পরিচিত ও তার একটা আলাদাই পারসোনালিটি রয়েছে। বাচ্চা থেকে শুরু করে বড় সবাই অমিতাভের পার্সনালিটি, অভিনয় ও ৮০ বছর বয়সে কাজের প্রতি ডেডিকেশন দেখে মুগ্ধ। অমিতাভ বচ্চন প্রায় তার কাজের জন্য বেশ আলোচনার বিষয় হয়ে থাকে। এমনকি তার আসন্ন ফিল্ম গুলির কারণে বর্তমানেও অমিতাভ আলোচনার বিষয় হয়ে রয়েছেন।
তবে অমিতাভ শুধু তার কাজের জন্য আলোচনার বিষয় হয়ে থাকেন না, তিনি তার ব্যক্তিগত জীবনের কারণেও বেশ আলোচনার বিষয় হয়ে থাকে। অমিতাভের ভক্তরা অমিতাভের বিষয় ছোট থেকে বড় সব ধরণের খবর জানার বিষয় আগ্রহী থাকেন। যেমন তিনি কি খেলেন, কোথায় গেলেন, কখন ঘুমালেন, তার পরিবারে কখন কী হলো, তার লাভ লাইফ, পাস্ট লাইফ ইত্যাদি। এমনিতে অমিতাভ বচ্চন লাভ লাইফ ও জয়া বচ্চনের সাথে বিয়ে নিয়ে তার আলাদা কৌতহল রয়েছে। তাই সম্প্রতি অমিতাভের হোস্ট করা শো ‘কন বানেগা কারোর পতি’ (Kaun Banega crorepati) -তে এক ভক্ত তার আর জয়া বচ্চনকে নিয়ে এক অদ্ভুত প্রশ্ন করে বসে। যদিও এই প্রশ্নের কৌতহল সবার মধ্যেই বরাবর ছিল। আসুন এই আর্টিকেলের মাধ্যমে গোটা বিষয় জেনেনি।
‘কন বনেগা ক্রোড়পতির (Kaun Banega crorepati) সিজন ১৪ এর শেষ পর্বে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন যে কেন তিনি জয়া বচ্চনকেই বিয়ে করলেন? এমন প্রশ্নের কারণ হলো অভিনেত্রীর জয়ার সাথে বিয়ে হলেও আমরা সবাই জানি একসময় অভিনেত্রী রেখা ও অমিতাভের প্রেমের সম্পর্কের চর্চা ছিল গোটা বলিউডে এবং সবাই অমিতাভের সাথে রেখাকেই দেখতে চেয়েছিল। আজও যদিও অমিতাভ ও রেখার সম্পর্কটি হট টপিক রয়েছে। তাই সবার মনেই প্রশ্ন ওঠে যে অমিতাভ কেন জয়া কে বিয়ে করেছিলেন?
আসলে কন বানেগা কারোর পতি শো চলাকালীন প্রতিযোগী প্রিয়াঙ্কা (Priyanka) , অমিতাভের অপজিটে হট সিটে খেলার জন্য বসে ছিলেন। প্রিয়াঙ্কা (Priyanka).খেলার সময় নিজের চুল বেঁধে ছিলেন। তখন অমিতাভ তাকে অনুরোধ করে তার চুল খুলে দেওয়ার জন্য। প্রিয়াংকা এলোকেশী হতেই অমিতাভ এক জটিল রহস্যের পর্দাফাঁস করেন। অমিতাভ বলেন জয়াকে (Jaya Bachchan) বিয়ে করার পিছনের একমাত্র কারণ ছিল এই যে, জয়ার (Jaya Bachchan) চুল নাকি অনেক লম্বা ছিল! এই এক কারণই নাকি জয়ার প্রতি তাকে দুর্বল করে দেয়। উপস্থিত জনতা তার এই কথায় হাসির সাথে হাততালি দিয়ে ওঠেন।
প্রসঙ্গত জয়া এবং অমিতাভ দুজনে প্রথমে অভিনয় করেন করেন ১৯৭১ সালে হৃষিকেশ মুখার্জির ছবি গুড্ডিতে। এরপর অনেক ছবিতে কাজ করেছেন তারা। ধীরে ধীরে কাছাকাছি আসেন তারা। প্রথম ছবি করার মাত্র ২ বছর পরই অর্থাৎ ১৯৭৩ সালে তারা বিয়ে করে নেন।