অমিতাভের থেকে কোন অংশে কম যান না অমিতাভের ভাই অজিতাভ,বিদেশে করেন বিলাসবহুল জীবনযাপন

বলিউডে জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার প্রায়শই খবরের হেডলাইনে থাকেন। কিন্ত তাঁর বাবা-মা এবং ভাইয়ের কথা অনেকেই জানেন না। আপনি জানলে অবাক হবেন, অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ একজন সুপরিচিত বিজনেস ম্যান। তাঁর বিদেশেও ব্যবসা রয়েছে।

অজিতাভ বচ্চনের ব্যবসা করেন। তিনি গত ১৫ বছর ধরে লন্ডনে ব্যবসা করেছেন। তাঁর দেশেও ব্যবসা রয়েছে। ব্যবসা জগতে খুবই জনপ্রিয় মুখ হলো অজিতাভ বচ্চন। তিনি অমিতাভ বচ্চনের মতো জনপ্রিয় না হলেও তাঁর মতোই তিনি যথেষ্ট ধনী। তিনি প্রচুর অর্থ, সম্পদ এবং প্রতিপত্তি অর্জন করেছেন।

২০০৭ সালে তাঁদের মা তেজি বচ্চন মারা যাওয়ার পর থেকে অজিতাভ বচ্চন বিদেশে থেকে ভারত ফিরে আসেন। দেশে ফিরে তিনি ব্যবসা শুরু করেন। তিনি বিবাহ করেছেন রামোলাকে। তিনিও একজন ব্যবসায়ী মহিলা এবং সমাজপতি।

তাঁদের ৪ টি সন্তান রয়েছে। তিনটি মেয়ে – নীলিমা, নম্রতা এবং নয়না তাছাড়াও ছেলের নাম হলো ভীম।
নয়না বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী কুণাল কাপুরকে। নম্রতা পেশায় একজন চিত্রশিল্পী। তাঁর চিত্রকর্ম বহুবার দিল্লি এবং মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে। ভীম হলেন একজন ব্যাংকার।

অমিতাভ বচ্চনের সাথে তাঁর ভাই অজিতাভের দেখা সাক্ষাৎ খুবই কম হয় তাঁদের কর্ম ব্যস্ততার কারণে। তবে অজিতাভ তাঁর ভাইয়ের সব মুভি দেখেন ফার্স্ট ডেতে, ফার্স্ট শোতে। সোশ্যাল মিডিয়ায় একসাথে দুই ভাইয়ের অনেক ছবি রয়েছে।

Related Articles

Back to top button