পান মাসালা কোম্পানির ওপর ক্ষুব্ধ হলেন অমিতাভ বচ্চন, পাঠালেন আইনি নোটিশ! জানুন গোটা ঘটনাটি

বেশির ভাগ কোম্পানির মালিকরা বলিউডের অভিনেতা বা অভিনেত্রী দিয়ে তাঁদের কোম্পানির বিজ্ঞাপন দিয়ে থাকেন। এতে মার্কেটে যথেষ্ট মুনাফার মুখ দেখে কোম্পানি। কিন্তু কিছু কিছু বিজ্ঞাপনের বার্তা মানুষকে ভুল পথেও চালিত করে। এমনি একটি বিজ্ঞাপন দিয়েছিলেন অমিতাভ বাচ্চান। বিজ্ঞাপনটি ছিল পান মাসালার।

 

বিজ্ঞাপনটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছিল কিছু মাস আগে। অমিতাভ বাচ্চানকে ট্রোলও করেছিলেন অনেকে সোশ্যাল মিডিয়ায়। এরপর অভিতাভ বাচ্চান তাঁর নিজের জন্মদিনের দিন কোম্পানির সাথে বিজ্ঞাপনের সঙ্গে সমস্ত চুক্তি ভেঙে দেন এবং কোম্পানির তরফ থেকে বিজ্ঞাপনের জন্য যে টাকা নিয়েছিলেন সেটাও ফিরিয়ে দেন কোম্পানিকে।

ঘটনাটি বেশ কয়েক মাস হয়ে যাওয়ার পরও আবার আলোচনা জোরদার হতে চলেছে। কারণ টিভিতে অমিতাভ বাচ্চনের বিজ্ঞাপন দেখানোটা এখনও বন্ধ হয়েনি। অমিতাভ বাচ্চান কিছুটা রাগান্বিত হয়েই এবার কোম্পানিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। যদিও কোম্পানি এ বিষয়ে কিছুই প্রতিক্রিয়া এখনো জানাননি।

 

 

অমিতাভ বাচ্চান নিজেও ব্লগ লিখেছিলেন, পান মাসালার কোম্পানির বিজ্ঞাপনের থেকে তাঁর সরে আসা , চুক্তি শেষ করা এবং কাজের জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছিলেন তা ফেরত দেওয়া।