আম্বানির নাতি বলে কথা সেলিব্রেশন তো হবেই! অতিথিদের জন্য প্রাইভেট জেট সহ ইতালি থেকে রাঁধুনি

ভারতের ধনপতিদের ইতিহাসে যার নাম সবার প্রথমে আসে, তিনি হলেন মুকেশ আম্বানি। সম্প্রতি তার নাতি পৃথ্বী আকাশ আম্বানির এক বছর পূর্ণ হল সেই উপলক্ষে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন আম্বানির পরিবার। আমন্ত্রিত ছিল বলিউডের জনপ্রিয় তারকারা। নাতির এক বছর উপলক্ষে জন্মদিনটি এলাহি ভাবে পালন করলেন মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি।

গত বছর মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি এবং তাদের বড় পুত্র বধূ শুক্লা আম্বানির পুত্র সন্তান হয়েছিল। সেই সময় আম্বানির পরিবার খুশিতে মেতে উঠেছিলেন। এবার নাতির এক বছর উপলক্ষ রাজকীয় ভাবে তাঁর জন্মদিনের সেলিব্রেশন হলো। পার্টিতে বাবলস পার্টির আয়োজন করা হয়েছিল।

বাবলস পার্টিতে শিশুদের জন্য মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নিতা আম্বানি নেদারল্যান্ড থেকে খেলনা এনেছিল। পার্টির খাবারের জন্য থাইল্যান্ডের আন্তর্জাতিক রাঁধুনিদের আনা হয়েছিল, তাঁরাই অনুষ্ঠানের খাবার বানিয়ে ছিলেন। এছাড়াও জামনগরের কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য জন্মদিন উপলক্ষে খেলনা এবং উপহার পাঠিয়েছিলেন আম্বানি পরিবার। তাছাড়া আম্বানীর ফার্ম হাউসের আশেপাশের গ্রামের মানুষদের খাবার বিতরণ করা হয়েছিল।

পার্টিতে আমন্ত্রিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং, অমিতাভ বচ্চন এবং শচীন টেন্ডুলকারের প্রভৃতি। তবে সমস্ত অনুষ্ঠান পালন করা হয়েছে কোভিড-১৯ প্রটোকল মেনে। অনুষ্ঠানের অতিথিদের কোভিডএর রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

Related Articles

Back to top button