দেহ ত্যাগ করলেন অক্ষয় কুমারের মা! সকলকে জানাতে গিয়ে ভেঙে পড়লেন অভিনেতা

বেশ কিছুদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে দেহত্যাগ করলেন অক্ষয় কুমারের মা শ্রীমতি অরুনা ভাটিয়া। দীর্ঘ সময়ে ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন আরুনা। মুম্বাই শহরেরে হীরানন্দ হাসপাতালের আইসিইউ বিভাগের বয়সজনিত রোগের কারণে ভর্তি ছিলেন অক্ষয় কুমারের মা।

অক্ষয় কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে মা অরুনা ভাটিয়া কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পোষ্ট করেছেন। এবছরে “মাদারস ডে” উপলক্ষে  অক্ষয় কুমার মা এর সঙ্গে তোলা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন । মায়ের মৃত্যুর পর তিনি ফেসবুক পোস্ট এ লিখেছেন, “ আমার মা শ্রীমতি অরুনা ভাটিয়া আজ সকালে আমদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। মা আমার অস্তিত্বের মূল শিকড় ছিলেন। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না“।

সম্প্রতি অক্ষয় কুমারের “মিশন সিন্ডারেলার “ ছবির শুটিং চলছিলো ইংল্যান্ডে। অভিনেতা ওই শুটিং নিয়ে খুবি ব্যাস্ত ছিলেন। হটাৎ অভিনেতা খবর পান তাঁর মায়ের অসুস্থতা বাড়াবাড়ি পর্যায়ে। তিনি তৎক্ষণাৎ মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন।

তবে যাওয়ার আগে অক্ষয় কুমার ছবির পরিচালককে বলে যান , শুটিং বন্ধ না করে তাঁকে ছাড়া যে সিন গুলো আছে ওগুলো যেনো হয়। প্রসঙ্গত, মা শব্দটি প্রত্যেক সন্তানের প্রথম ডাক। সন্তানের সবচেয়ে কাছের প্রিয়জন বলতে মা প্রথমে থাকে। সন্তানের মনের কথা প্রথম যে বুঝতে পারে সে হলো মা।তাই মা এর মৃত্যু সংবাদ অভিনেতা বা সাধারন মানুষ সবারই কাছে খুবি বেদনাদায়ক।

Related Articles

Back to top button