আর থাকবেন না ‘কানাডাকুমার’! খুব শীঘ্রই ভারতের পাসপোর্ট হাতে পেতে চলেছেন অক্ষয় কুমার

খুব শীঘ্রই ভারতের পাসপোর্ট হাতে পেতে চলেছেন

ভারতীয় চলচ্চিত্র তথা বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতাদের তালিকায় রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার (Aksay Kumar)। একাধিক জনপ্রিয় ছবিতে তিনি কাজ করেছেন এবং আজও কাজ করে চলেছেন। তবে এই অভিনেতা ভারতীয় নন। নিশ্চই শুনে অবাক হচ্ছেন! হ্যাঁ, এটা সত্য যে তিনি ভারতের নয়, বরং কানাডার নাগরিক (Canadian Citizenship)। তবে এর জন্য অভিনেতাকে নানা বিদ্রুপও শুনতে হয়। অনেকে তাঁকে বিদ্রুপ করে ‘কানাডা কুমার’ (Canada Kumar) বলে ডাকেন। কিন্তু এবার এই বিদ্রুপ মুছে যেতে পারে। কেননা তথ্য অনুযায়ী, অভিনেতা কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব (Indian Citizenship) নিতে চলেছেন। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

অভিনেতা অক্ষয় কুমার ‘লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, বেশ কয়েক বছর আগে আমার ছবি বক্স অফিসে চলছিল না। পরপর ১৪-১৫টা ছবি ফ্লপ করে। তখন মনে হয়েছিল আমার বলিউড ছেড়ে অন্যত্র গিয়ে নতুন পেশার খোঁজ করা উচিত’। এরপর কানাডায় বসবাসকারী অক্ষয়ের এক বন্ধু তাঁকে ব্যবসার প্রস্তাব দেন। অক্ষয় যোগ করেন।’ বহু ভারতীয় কানাডায় কাজের জন্য যান। তাঁরা কিন্তু কানাডিয়ান না। তবে কেন অভিনেতা ভারত ছেড়ে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন? অভিনেতা এ বিষয়ে বলেন, তিনি ভেবেছিলেন বলিউড ছেড়ে তিনি কানাডায় গিয়ে আলাদা ভাবে কিছু কাজ করবেন। এ বিষয়ে তাঁকে তাঁর এক কানাডিয়ান বন্ধু সাহার্য করেছিল।

 

তবে ভাগ্যের চাকা ঘুরে বলিউডে তিনি আবার সাফল্য অর্জন করেন। তাই কানাডা যাওয়ার প্ল্যান তিনি বাতিল করে দেন। এরপর থেকেই অভিনেতাকে নানা ভাবে ভক্তরা বিদ্রুপ করতে থাকেন। স্বীকার হতে হয়েছে অনেক ট্রোলের। হাজার বিদ্রুপ হলেও তিনি মনে প্রানে একজন ভারতীয় এর প্রমাণ অনেক জায়গায় মেলে। তথ্য অনুযায়ী, অভিনেতা এ দেশেই আয়কর জমা দেন। অনেকে অনেক কথা বললেও, তিনি সাফ জানিয়ে দেন তিনি ভারতীয় আছেন আর ভারতীয়ই থাকতে চান।

passport

খুব শীঘ্রই অভিনেতা ভারতের পাসপোর্ট হাতে পাবেন। এর আগে ২০১৯ সালের সংসদ ভোটে তিনি ভোট দিতে পারেননি। তারপরও অভিনেতাকে অনেক বিদ্রুপ সহ্য করতে হয়েছিল। এরপর তিনি কথা দেন ভারতীয় পাসপোর্ট করবেন। কথা মতো তিনি আবেদনও করেন। তবে করোনার কারণে অনেকটাই দেরি হয়ে যায় বিষয়টা। দীর্ঘ তিন বছর পর তিনি এবার হাতে পাবেন ভারতীয় পাসপোর্ট। এর ফলে বিদ্রূপবাণে জর্জরিত ‘কানাডা কুমার’ নাম এবার ঘুচবে বলে মনে করছেন তিনি।