১৭ বছর বয়সে শুরু করেছিলাম ব্যবসা, ২ বছরেই হয়েছে গেলো কোটি টাকার কোম্পানির মালিক

কিছু কিছু মানুষ প্রমান করে দেয় যে সফলতা পাওয়া কোনো নির্দিষ্ট বয়স হয় না, মানুষ যেকোনো বয়সেই নিজের পরিশ্রম দ্বারা সফল হতে পারে। এই সব মানুষরা সফলতা পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স বা সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকেনা। আখিলেন্দ্র সাহু (akhilendra sahoo)  নামের একটি ১৭ বছরের অল্প বয়সি ছেলে নিজের ব্যবসা খুলেছিল এবং আজ ২ বছর পর তার কোম্পানিকে সে কোটি টাকার কোম্পানিতে রূপান্তরিত করেছে আর এই তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে।

জানিয়ে দি তার কোম্পানিটির নাম হলো এএনটিএনটি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। মাত্র ১৯ বছর বয়সে আজ সে কোটি টাকার মালিক। এছাড়া এই উক্তিটিও আখিলেন্দ্র (akhilendra sahoo) প্রমান করে দিয়েছে যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। অর্থাৎ পরিশ্রম করতে পারলে ফল পাওয়া যায় সে তোমার বয়স বেশি হোক কিংবা কম। আসুন এই আর্টিকেলের মাধ্যমে আখিলেন্দ্রর সফলতার গল্প সংক্ষেপে জেনেনি।

Akhilendra sahoo

১৭ বছর থেকে শুরু করে দিয়েছিলেন ফ্রিল্যান্সিংয়ের কাজ

আখিলেন্দ্র মধ্যপ্রদেশের নরসিংহপুরের বাসিন্দা। শুরু থেকেই অখিলেন্দ্র সবার থেকে একটি আলাদা ধরণের ব্যক্তি ছিল। আখিলেন্দ্রর বয়সে তার বয়সী অন্য যুবকরা এখন যখন নিজেদের কেরিয়ার নিয়ে সংঘর্ষ করছে কিন্তু আখিলেন্দ্রর সংসময়েই একটি স্পষ্ঠ লক্ষ্য নির্ধারণ করে রেখেছিলন। তিনি সর্বদাই নিজের কোম্পানি খোলার স্বপ্ন দেখতেন আর তাই অখিলেন্দ্র ১৭ বছর বয়সে ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছিলেন।

তবে অখিলেন্দ্র জানতেন যে তার সফলতা পাওয়ার যাত্রাটি সহজ হবে না। কিন্তু অখিলেন্দ্র যাত্রা কঠিন হবে দেখে হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে ছিলেন না। এছাড়া তার পরিবার তাকে তার লক্ষ্যে পৌঁছাতে প্রচুর সাহায্য করেছে। ফলস্বরূপ অল্প সময়ের মধ্যে অখিলেন্দ্র তার নিজস্ব সংস্থা এএসটিএনটি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করতে পেরেছেন। অখিলেন্দ্রের এই সংস্থাটি দেশে ও বিদেশে প্রযুক্তি এবং ডিজিটাল পরিসেবা সরবরাহ করে।

Akhilendra sahoo

কোম্পানি শুরু করার আগে করতেন ডিজিটাল মার্কেটিং

অখিলেন্দ্র নিজের কোম্পানি শুরু করার জন্য খুব উত্তেজিত ছিলেন। অখিলেন্দ্রের স্বপ্ন শুধু অর্থ উপার্জন করা ছিল না, তিনি তার কোম্পানির মাধ্যমে অন্য লোকেদের সাহায্যও করতে চেয়েছিলেন। ব্যবসা শুরুর আগে তিনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতেন কিন্তু হটাৎ তার মনে হয়েছিল যে তার এমন কিছু কাজ করা উচিত যার দ্বারা তিনি উপার্জনের সাথে সাথে লোকেদের সাহায্য করতে পারবেন। এরপর তিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।

Akhilendra sahoo and his company

অখিলেন্দ্র অন্যান্য কোম্পানির সাথে সাথে বিভিন্ন গ্রাহকদের চাহিদা পূরণ করেছে। অখিলেন্দ্র যে কোম্পানিগুলি প্রতিষ্ঠা করেছিলেন সেগুলি হল টেকনিক্যাল নেক্সট (ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার), এএসটিএনটি মিডিয়া (৮০+ নিউজ সাইট নেটওয়ার্ক), স্টার্টআপ ১৯৯ (ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি), ইনফিনিটিফ্যাম (পাবলিক ফিগারস মার্কেটিং এজেন্সি) এবং এএসটিএনটি নিউজওয়্যার (প্রেস বিজ্ঞপ্তি বিতরণ)।