সাপকে তুলে সরাতে ডাকতে হলো ক্রেন, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় কখনো কখনো এমন কিছু জিনিস আমরা দেখতে পাই যা ধারণা করতে পারিনা। এমনি এক চমকদার ঘটনা সামনে এসেছে ক্যারিবীয় দেশ থেকে। ক্যারিবীয়র ডোমিনিকা অঞ্চলের এক জঙ্গলে বড় সাপ দেখা গিয়েছে যা সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল। সাপটি দেশের সবচেয়ে বড়ো সাপ। সাপটি আয়তনে এতটাই লম্বা যে কোনো মানুষের পক্ষে উঠানো সম্ভব না।

ajgar snake

সূত্র অনুযায়ী, এই সাপটি পৃথিবীর সবচেয়ে বড়ো সাপ, এবং এই সাপটিকে সরানোর জন্য ক্রেনের বন্দোবস্ত করা হয়েছিল। যখন সাপটিকে ক্রেন দ্বারা ওঠানো হয় তখন সাপটি তার নিজের ক্ষমতা দেখাতে থাকে। এবং সাপটির গর্জন এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। জানা যায়, উক্ত সাপটি লম্বা ছিল প্রায় 10 ফুট। বিবিসির এক রিপোর্টে অনুযায়ী, এই প্রজাতির সাপ আরও লম্বা হয়ে থাকে , এই প্রজাতির সাপগুলি 13 ফুট বা তারও বেশি লম্বা হয়ে থাকে। এই ধরনের সাপ রেইন ফরেস্ট এ পাওয়া যায় ও খুবই বিপজ্জনক হয়ে থাকে ।

এই ধরনের সাপগুলি প্রথমে শিকার করে ও পরে তাদের দাঁতের মাধ্যমে কামড় দিয়ে ধ্বংস করে। ঘটনার সূত্র অনুযায়ী, মানুষ যখন জঙ্গলের মধ্যে কাজ করছিল তখন তার এই সাপ দেখতে পেয়েছিল। প্রাথমিক অবস্থায় এত আয়তনের বড়ো সাপ দেখে উপস্থিত লোকজন ঘাবড়ে গিয়েছিল। পরে তারা ফরেস্ট কমিটিকে খবর দেয় ও যথা সম্ভব ক্রেনের ব্যাবস্থা করে।

আপনারা দেখতে পারছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে , যেখানে সাপটিকে ক্রেনে করে তোলা হচ্ছে। যখন সাপটিকে উঠানো হচ্ছিল তার গর্জন ছিল বিপজ্জনক। যদিও সাপটিকে এখন অভয়ারণ্যে সংরক্ষিত করা আছে।