শুধু সালমান খানই নয়! বচ্চন পরিবারের পুত্রবধূ হওয়ার আগে এই ৫ ব্যক্তির সাথে প্রেমে মজেছিলেন ঐশ্বর্য
চ্চন পরিবারের পুত্রবধূ হওয়ার আগে এই ৫ ব্যক্তির সাথে প্রেমে মজেছিলেন

বলিউডের (Bollywood) শীর্ষ অভিনেত্রীদের তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড-এর খেতাবও তিনি পেয়েছিলেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, পরবর্তীতে বলিউডে অসংখ্য হিট ছবিতে তিনি কাজ করেছেন। অভিনয় দিয়ে তিনি হাজার হাজার মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছেন। তবে অভিনয়ের থেকে বেশি ব্যাক্তিগত কারণে তিনি খবরের শিরোনামে থেকেছেন। জানেন কি হাজার হাজার মানুষের হৃদয়ে রাজত্ব করা ঐশ্বরিয়া রাই কাকে কাকে হৃদয় দিয়েছিলেন? প্রসঙ্গত, ১লা নভেম্বর অভিনেত্রী ৪৯ এ পা দিলেন। আর তাঁর জন্মদিন উপলক্ষে আজ আপনাদের অভিনেত্রীর প্রেমের সম্পর্ক (Love Relationship) নিয়ে কিছু তথ্য দেব। চলুন জেনে নিন।
১) রাজীব মুলচাঁদানি (Rajeev Mulchandani)
ঐশ্বরিয়া রাই মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। মডেলিং জগতেও বেশ জনপ্রিয় হয়েছিল। সে সময় তিনি মডেল রাজীব মুলচান্দানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে জানা যায়। তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
২) হেমন্ত ত্রিবেদী (Hemanta Trivedi)
মডেলিংয়ের পর যখন তিনি বলিউডে পা রাখেন, তখন একাধিক তারকার সঙ্গে তাঁর নাম জড়ায়। জানা যায়, তিনি ডিজাইনার হেমন্ত ত্রিবেদীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাঁরা একে অপরের সঙ্গে অনেকবার ডেটও করেছেন। দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। প্রসঙ্গত, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যে গ্রাউনটি তিনি পড়েছিলেন সেটি ডিজাইন করেছিলেন হেমন্ত।
৩) অক্ষয় খান্না (Akshaye Khanna)
এক সময়ে বলিউডে বেশ পরিচিত মুখ ছিলেন অক্ষয় খান্না। তিনি প্রবীণ অভিনেতা বিনোদ খান্নার ছেলে। বলিউডের অনেক ছবিতে কাজ করলেও সেভাবে সাফল্য পাননি। শোনা যায়, এই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া রাই। ঘনিষ্ঠতা বাড়লেও দুজনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
৪) সালমান খান (Salman Khan)
“হাম দিল দে চুকে সনম” ছবির মধ্যে দিয়ে সালমান ও ঐশ্বরিয়া দুজনের প্রেম শুরু হয়েছিল। একে অপরের সঙ্গে অনেকবার দেখা করেছেন। তবে সেই প্রেম বেশি দিন টেকেনি। দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল। এক সময় তাঁদের ঝগড়া নিয়ে মিডিয়াতে বেশ তোলপাড় হয়েছিল। অভিনেত্রী সালমান খানের বিরুদ্ধে লাঞ্ছনা, গালিগালাজ করার অভিযোগ করেছিলেন।
৫) বিবেক ওবেরয় (Vivek Oberoi)
সালমান খানের পর অভিনেত্রী বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। “কিউন হো গয়া না” ছবির শুটিং চলাকালীন দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। শুটিং চলাকালীন দুজনে বেশ ঘনিষ্ট হয়েছেন বলে জানা যায়। তবে এটি ছিল অভিনেতার বড় ভুল। এই কারণে তাঁর চলচ্চিত্রে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়।
৬) অভিষেক বচ্চন (Abhishek Bachchan)
বিবেকের পরে অভিনেত্রী অভিষেক বচ্চনের প্রেমে পড়েন। “গুরু” ছবির সময় দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং আজও সেই সম্পর্ক চলছে। কেননা দুজনে এখন স্বামী-স্ত্রী। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালে দুজনে বিয়ে করে। প্রায় ১৪ বছর ধরে খুব সুখে সংসার করছেন অভিনেত্রী। তাঁদের একটি ছোট্ট মেয়েও রয়েছে, নাম আরাধ্যা বচ্চন।