মাসে ১৫০ টাকারও কম রিচার্জের প্ল্যানে মিলছে ইন্টারনেট এবং ফ্রি কলিংএর সুবিধা, বিস্তারিত জেনে নিন

সম্প্রতি সবকটি টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। তবু সাধারণ মানুষদের জন্য আশার খবর এই যে Airtel, VI এবং জিওতে সস্তার কিছু রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানগুলিতে আপনি ১৫০ টাকার নিচে রিচার্জের সুবিধা পাবেন। আসুন বিস্তারিত জেনে নিন।

Jio 141 টাকার মাসিক খরচের প্রিপেইড রিচার্জের প্ল্যান: আসলে এই প্ল্যানটি আপনাকে ১ বছরের জন্য ১৫৯৯ টাকা দিয়ে নিতে হবে। তাহলে আপনি মাসিক
১৪১.৭টাকার রিচার্জের সুবিধা পাবেন। আনলিমিটেড কল, ৩৬০০ এসএমএসের সুবিধা থাকবে। মোট ২৪ জিবি ডেটা পাবেন। তাছাড়া জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে।

Airtel 149 টাকার মাসিক খরচের প্রিপেইড রিচার্জের প্ল্যান: এই প্ল্যানটি পেতে গেলেও আপনাকে ১৭৯৯ টাকা দিয়ে নিতে হবে। এই প্ল্যানটিতে মাসিক আপনার ১৪৯ টাকা খরচ হবে।
আপনি আনলিমিটেড কল পাবেন। ৩৬০০ এসএমএস পাবেন। মোট ২৪ জিবি ডেটা পাবেন।
প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের।

VI 149 টাকার মাসিক খরচের প্রিপেইড রিচার্জের প্ল্যান: এই প্ল্যানটি মাসিক ১৪৯ টাকায় মাসিক পাওয়ার জন্য আপনাকে ১৭৯৯ টাকা দিয়ে নিতে হবে ১ বছরের জন্য। আনলিমিটেড কল, ২৪ জিবি ডেটা এবং ৩৬০০ এসএমএসের সুবিধা। তাছাড়াও VI Movies& TV এক্সেস এর সুবিধা পাওয়া যাবে।

BSNL 124 টাকার মাসিক খরচের প্রিপেইড রিচার্জের প্ল্যান: এই প্ল্যানটি মাসিক ১২৪ টাকায় পাওয়ার জন্য আপনাকে ১৪৯৯ টাকা দিয়ে ১ বছরের রিচার্জ করাতে হবে। এছাড়া আনলিমিটেড কল, ২৪ জিবি ডেটার সুবিধা থাকবে। তাছাড়া প্রতিদিন ১০০ টা করে এসএমএস থাকবে।