২৮ দিনের নতুন রিচার্জে Airtel, Jio না Vi কে দিচ্ছে ব্যবহারকারীদের বেশি লাভ! জানুন বিস্তারিত

 

দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা গুলি হলো এয়ারটেল, ভোডাফোন, জিও রেষারেষি নিত্য ব্যাপার। তবে এই রেষারেষির ফলে অনেক ক্ষেত্রে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। অনেক সময় কোনো কোনো টেলিকম সংস্থাকে বিপদের মুখেও পড়তে হয়।

অনেকসময় তিন সংস্থা একে অপরের টক্কর দেওয়ার কারণে গ্রাহকদের অনেক অফার দিয়ে থাকেন। এর জন্য অনেক সময় সংস্থাগুলি ক্ষতির মুখে পড়ে।

সাম্প্রতিক কালে, ট্রাফিক রেট বাড়িয়েছে Airtel এবং VI যৌথ ভাবে। ফলত Airtel এবং VI এর গ্রাহকদের পকেটে যে চাপ পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। গ্রাহকদের খরচের পরিমাণ ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে গিয়েছে।

তবে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও এখনও পর্যন্ত কোনো ট্রাফিক রেট বাড়ায়নি। জিও গ্রাহকদের অনেকাংশে স্বস্তিও যেমন, তেমনি অন্য যে কোনো সংস্থার গ্রাহকদের থেকে জিও গ্রাহকরা অনেক লাভবান। তাছাড়া জিও রিচার্জ প্ল্যানের মূল্য অন্য সংস্থাগুলোর থেকে অনেক কম। তা ছাড়া জিও গ্রাহকরা ২৮ দিনের কমের রিচার্জ প্ল্যানেরও সুবিধা পেয়ে থাকে।

আসুন জেনে নিন, জিও ২৮ দিন এবং তার কমের রিচার্জ প্ল্যান গুলো:

৯৮টাকা এবং ১৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যান দুটোতেই আনলিমিটেড কলএর সুবিধা পাওয়া যায়। ৯৮টাকার প্ল্যানে ১৪ দিনের জন্য আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। ১৪৯টাকার প্ল্যান আনলিমিটেড কল, প্রতিদিন ১জিবি ডেটা, ১০০টি এসএমএস এর সুবিধাও পেয়ে থাকে জিও গ্রাহকরা।

১৯৯ টাকা, ২৪৯ টাকা এবং ৩৪৯টাকার প্ল্যান: এই তিনটি প্ল্যানেই আনলিমিটেড কলের সুবিধা পান গ্রাহকরা। এই তিনটি প্ল্যানই ২৮দিনের। ১০০টি এস এম এসের সুবিধা পাওয়া যায়। ১৯৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ২৪৯ টাকার প্রতিদিন ২ জিবি ডেটা, ৩৪৯ টাকায় প্রতিদিন ৩জিবি ডেটা পাওয়া যায়।

VI এর ২৮ দিনের রিচার্জ প্ল্যান:

৯৯ টাকা এবং ১৭৯ টাকার প্ল্যান: দুটো রিচার্জএর প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। ৯৯ টাকার প্ল্যানে টকটাইম থাকে এবং ২০০এমবি ডেটা থাকে।
১৭৯টাকার প্ল্যানে ২জিবি ডেটা থাকে, ৩০০টি এস এম এস দেওয়া হয়ে থাকে এবং আনলিমিটেড কলের সুবিধা থাকে।

২৬৯ টাকা, ২৯৯ টাকা এবং ৩৫৯ টাকার প্ল্যান: এই তিনটি প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য। এই তিনটি প্ল্যানে আনলিমিটেড কল এবং ১০০ টি করে এস এম এসের সুবিধা পাওয়া যায়। ২৬৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, ২৯৯ টাকার প্ল্যান প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ৩৫৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা।

Airtel গ্রাহকদের VI গ্রাহকদের মতো সেম রিচার্জ প্ল্যান। তবে VI ২৬৯ টাকার প্ল্যানটি Airtel গ্রাহকদের ২৬৫ টাকা দিতে হয়।