বিমান চালিয়ে ঘুমিয়ে পড়েন পাইলটরা! ফ্লাইটে চড়ার আগে জানুন এই ৮ তথ্য, যা রীতিমতো চমকে দেবে আপনাকেও

বিমানে ঘুমিয়ে পড়েন পাইলটরা

বিমানে (Flights) করে সফর করলে, খুব সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। অনেক অল্প সময়ের মধ্যে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকে বিমান ব্যবস্থা। তবে কমবেশি অনেকেই জানেন না, এয়ারলাইন্স (Air Lines) সম্পর্কিত তথ্য। এর ফলে যখন বিমানের সফর করেন, তারা তখন কোন কিছুর সমস্যা হলে খুবই ভয় পেয়ে যান। আজকের প্রতিবেদনে সেই সব বিষয়ে জেনে নিন।

Pailot

• বিমানে কখনো কখনো পাইলটরা ঘুমিয়ে পড়েন যখন লম্বা যাত্রা থাকে। এই ক্ষেত্রে অটো পাইলট মোডের মাধ্যমে বিমান চালানো হয়ে থাকে। তবে বিমানে একটি নয় দুটি পাইলট থাকে, অর্থাৎ একজন ঘুমিয়ে পড়লে অন্যজন সেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে।

• বিমানের যাত্রীদের জন্য ভেজ এবং ননভেজ বিভিন্ন খাবার থাকলেও, যারা পাইলট তাদের জন্য আলাদা খাবার পরিবেশন করা হয়ে থাকে। পাইলটদের জন্য হালকা এবং স্বাস্থ্যকর খাবার দেওয়া হয়ে থাকে। যাতে তারা সেটা সহজে হজম করতে পারে।

• বিমানে উঠে কখনই চা বা কফি পান করবেন না। কারণ সেই কফির পাত্রটি ভালো করে পরিষ্কার করা হয় না।

• বিমানে অক্সিজেন মাস্ক দেওয়া হয়ে থাকে এবং আপনি যখন বিমানে উঠবেন তখন যারা এয়ার হোস্টেস থাকেন, তাঁরা কিন্তু আপনাদের সুরক্ষা সরঞ্জাম সম্পর্কে অবগত করে দেন। কিন্তু যে অক্সিজেন মাস্কটি আপনাদের দেওয়া হয়ে থাকে, সেটি কিন্তু মাত্র ১৫ মিনিটের জন্য।

Flights

• আপনি যদি বোর না হন বিমানে, সেই ক্ষেত্রেও লক্ষ্য দেওয়া হয়েছে অর্থাৎ বিমানে আপনি গান শুনতে বা সিনেমা দেখতে পাবেন। কিন্তু এটি আপনাকে হেডফোন দিয়ে শুনতে হবে।

• আমি কিন্তু সরাসরি বিমানে ক্যামেরা দেখতে পাবেন না। কিন্তু বিমানের ক্যামেরা লাগানো আছে। তাই কিছু ভুলভাল জিনিস করার আগে অবশ্যই সাবধানে থাকবেন।

• যদি ফ্লাইটে কেউ অসুস্থ হয়, তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তবে বিমান সফরকালীন কেউ যদি মারা যান, তাহলে তাদের সেই লাশের জন্য কিন্তু আলাদা কোন রুম নেই। সেই লাশটাকে তার সিটেই রাখা হয়ে থাকে। অথবা তার শরীরে একটি কম্বল দিয়ে থেকে একটি কোণে শুয়ে দেওয়া হয়ে থাকে।

এই ছিল বিমান সম্পর্কিত কিছু অজানা তথ্য