হঠাৎ শিশু হয়ে গেলেন ইলন মাস্ক! নিজের ছবি দেখে কি প্রতিক্রিয়া জানালেন টেসলা’র সিইও?

গোটা বিশ্বে ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। মিডজার্নি থেকে চ্যাটজিপিটি পর্যন্ত, বিশ্ব এআই-এর জন্য পাগল হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই, আমরা AI এর ফলাফল দেখতে পাচ্ছি, যা সারা বিশ্বের শিল্পীরা শেয়ার করছেন। কখনো ক্রিকেটারদের বয়স্ক মানুষ হিসেবে কল্পনা করা, বা কখনো গরিব মানুষ হিসেবে বিলিয়নিয়াররা। আবার কখনো ভারতীয় বর বেসে টুইটার কর্তা। আবারও একজন টুইটার ব্যবহারকারী সম্প্রতি টেসলার সিইও ‘ইলন মাস্ক’ (Elon Musk) কে শিশু হিসাবে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তৈরি করা ছবি শেয়ার করেছেন।

elon musk ai (1)

পোস্টটি এখন পর্যন্ত ২ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৩৫ হাজারের বেশি লাইক পেয়েছে। ইন্টারনেটে ব্যবহারকারীরা যখন এআই-জেনারেটেড ফটো নিয়ে মজা করছেন, তখন এলন মাস্ক নিজেই নিজেকে এটির প্রতিক্রিয়া থেকে বিরত রাখতে পারেননি। মাস্কে’র AI নির্মিত ছোটবেলার একটি ছবি টুইটারে পোস্ট করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ইলন বয়স কমানোর ওষুধ বানাচ্ছিলেন শুনেছিলাম। উনি কি নিজেই একটু বেশি খেয়ে ফেললেন’?

এই প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং মাস্ক (Elon Musk)। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI অ্যাপ দ্বারা বানানো হয়েছে। গত দিন গুলোতে এমন অনেক ছবিই প্রকাশ্যে এসেছে। প্রাক্তন টুইটার প্রধান ইলনের ছবি বিভিন্ন ভাবে বানানো হয়েছে। কখনও ভারতীয় বরের সাজে আবার কখনো গরিব মানুষের বেশি। এবার তাকে দেখা গেলো নিষ্পাপ শিশুর রূপে।

https://twitter.com/alifarhat79/status/1665099921194729473/photo/1

তবে, টুইটারে এই ছবি পোস্ট করার উদ্দেশ্য কেবলমাত্র মজা নেওয়ার কারণে। পরবর্তীতে পোস্টটি ভাইরাল হওয়ায় নজরে পরে ইলনের। তিনিও মজার ছলে এর প্রতিক্রিয়া জানিয়েছেন। লিখেছেন, ‘সত্যিই কয়েক ডোজ় বেশি পড়ে গিয়েছিল’। এর জবাবে আরও বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ছবিটি সামাজিক মাধ্যমে ব্যাপক হারে শেয়ার করা হচ্ছে।