RBI এর নতুন সিদ্ধান্তে বাড়বে খরচের পরিমাণ! মাথায় হাত আমজনতার

সম্প্রতি RBI-এ থেকে আসা একটি খবর বেশ আলোচনার বিষয় হয়ে রয়েছে। এই খবর থেকে বোঝা যাচ্ছে মুদ্রাস্ফীতির কারণে বড় ধাক্কা খেতে পারে সাধারণ মানুষ। আসলে আগামী ৭ই ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) মুদ্রানীতি কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে RBI (Reserve Bank of India) আবার রেপো রেট বাড়ানো হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে যে এবারে রেপো রেট বাড়তে (Increase Repo rate) পারে প্রায় ৩৫ বেসিস পয়েন্ট।

জানিয়ে দি এর আগে দুইবার ৫০ বেসিস পয়েন্ট বেড়েছিল রেপো রেট (Increase Repo rate)। আর তাই অনেকটাই শক্তি ক্ষয় হয়েছিল মুদ্রাস্ফীতি নামের অর্থনৈতিক মহামারীর। এই সমস্যাকে কন্ট্রোলে আনার জন্য ও সমাধানের জন্যই RBI কাজ করে চলেছে। আর এই কারণে আবার একবার বৃদ্ধি পাচ্ছে রেপো রেট।

RBI

চলতি বছরে মে মাস থেকে এখন পর্যন্ত রেপো রেট বেড়েছে ১৯০ বেসিস পয়েন্ট। সেই কারণে বর্তমানে ৫.৯০% রেপো রেট রয়েছে রিজার্ভ ব্যাংকের। একই সময়ে মুদ্রাস্ফীতি ৭.৪১% থেকে কমে ৬.৭৭% হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে আরো একবার রেপোরেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়ার ফলে মুদ্রাস্ফীতি ৬.৫০% এ নেমে যাবে।

আসলে মুদ্রাস্ফীতি কারণেই বৃদ্ধি পাচ্ছে রেপো রেট। তবে এমন পরিস্থিতেও বাজারের পারফরমেন্স বেশ ভালোই রয়েছে। তবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে আগামী দিনে মুদ্রাস্ফীতি ৬ শতাংশেরও নীচে নামার সম্ভাবনা রয়েছে। এছাড়া RBI মুদ্রাস্ফীতি কন্ট্রোলের যথাসাধ্য চেষ্টা করছে ও তার জন্য বিভিন্ন পদক্ষেপ ও নিচ্ছে। বাজারে মুদ্রাস্ফীতির মত অর্থনৈতিক সংকটকে শক্তিশালি হওয়ার আগেই বিভিন্ন জরুরী পদক্ষেপ গ্রহণ করে RBI। রেপরেট বাড়ানো মুদ্রাস্ফীতি কন্ট্রোলের অন্যতম পদক্ষেপ RBI-এর পক্ষ থেকে।

Increase repo rate

জানিয়ে দি যে রেপো রেট বৃদ্ধি পেলে দেশে কিছুটা মাত্রা হলেও টাকার প্রচলন কমবে ও মুদ্রাস্ফীতির মতো সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। মুদ্রাস্ফীতি বেড়ে গেলে বিভিন্ন ব্যাংক RBI থেকে বেশী পরিমাণ সুদে টাকা নেয়। ফলে এই সময় বিভিন্ন লোন থেকে শুরু করে EMI অনেকটা দামী হয়ে যায়। আবার একই সময় স্থায়ী আমানতের ওপরেও সুদের হার অনেকটা বেড়ে যায়। দেশের অভ্যন্তরীণ বাজার থেকে টাকার পরিমাণ কম হলে মূল্যবৃদ্ধির মত সমস্যা অতটাও গুরুতর হতে পারবেনা।