এবার ট্রেনের টিকিট বুকিং করার পরও করতে পারবেন যাত্রার তারিখ পরিবর্তন, জেনে নিন পদ্ধতি

আমাদের সকলের সাথেই অনেক সময় এমন ঘটনা ঘটে যে আমরা কোথাও যাত্রা করবো বলে ঠিক করেছি কিন্তু শেষ মুহূর্তে সেই দিনে যাত্রা করা সম্ভব হলো না এবং পরে অন্যকোনো দিন যাত্রা করতে হলো। কিন্তু এমন ঘটনা যদি ট্রেনের যাত্রার ক্ষেত্রে হয় অর্থাৎ আপনি ট্রেনে করে যেদিন যাত্রা করবেন ভেবেছিলেন সেদিন কোনো কারণে যাত্রা করতে না পারায় যাত্রার তারিখ পিছলে যাত্রীদের টাকার অনেক ক্ষতি হয়ে যেত।

IRCTC

কারণ শেষ মুহূর্তে টিকিট ক্যানসেল করলে অনেক সময় টিকিটের টাকা না পাওয়ায় সম্ভবনা থাকতো ও নতুন টিকিট বুক করার ঝামেলার সম্মুখীন হতে হতো যাত্রীদের। তবে সম্প্রতি IRCTC – এর নতুন নিয়ম অনুযায়ী আপনি যেই দিন যাত্রা করবেন বলে টিকিট কেটেছিলেন সেইদিন যদি কোনো কারণে যাত্রা করতে না পারেন তাহলে আপনাকে আর নতুন করে টিকিট বুক করতে হবে না। আপনি আপনার আগের বুক করা টিকিটটি এখন রিসিডিউল (After cancel reschedule date of train journey) করতে পারবেন। আসুন এই বিষয় বিস্তারিত জেনেনি। এমনকি আপনার কনফার্মড, আরএসি বা ওয়েটিংয়ে থাকলেও তা সম্ভব৷Ticket counter

 

আসলে অনেকেরই শেষ মুহূর্তে নানাকারণে দুরপাল্লার যাত্রা বাতিল করতে হয়, সেক্ষেত্রে যাত্রীকে যাতে কোনও বড় সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই ব্যবস্থা৷ এই জিনিসটি কিভাবে করতে হবে বিস্তারিত বলা হয়েছে রেলের পক্ষ থেকে। তবে এই টিকিট রিসিডিউল করতে বেশ কয়েকটি নিয়ম মানতে হবে আগে। প্রথমত ইন্টারনেটে কাটা টিকিটের ক্ষেত্রে যাত্রীরা এই সুবিধা পাবেন না৷ যাঁরা কাউন্টার থেকে টিকিট কেটেছেন, তাঁরা যাত্রার ৪৮ ঘণ্টা আগে বললে তাঁদের এই সুবিধা দেওয়া হবে৷

Train ticket cancel

এই টিকিট রিসিডিউল (After cancel reschedule date of train journey)   করতে আপনাকে আলাদা করে একটি টাকা জমা করতে হবে তারপরই আপনি পারবেন এই টিকিট রিসিডিউল করতে বা পরবর্তী পছন্দমতো তারিখে টিকিট কাটতে। এমনকি সেই যাত্রাপথ আপগ্রেড করতেও পারবেন৷