পুলিশ অফিসার হওয়ার পর স্কুলে গিয়ে শিক্ষিকার পা ছুঁয়ে প্রণাম করলেন ছাত্র! ভাইরাল ভিডিও দেখে গর্বিত নেটিজনরা

স্যোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা ধরনের শিক্ষণীয় ভিডিও ভাইরাল (viral video) হতে দেখা যায়। যা দেখে সমাজের প্রতিটি মানুষ শিক্ষার্জন করতে পারে। শুধু তাই নয়, সেই শিক্ষার পাঠ নিজেদের জীবনেও প্রয়োগ করে প্রশংসিত হন অনেকেই। সেইসঙ্গে গর্বিত হন, তাঁর আশেপাশের লোকজন।

সম্প্রতি দিনে এমনই একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে নেটদুনিয়ার নাগরিকরাও বেশ গর্বিত হয়েছেন। সেইসঙ্গে নিজেদের জীবনেও এমন শিক্ষার পাঠ গ্রহণ করার পরিকল্পনাও করেছেন। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক সেই ভাইরাল হওয়া ভিডিও-

এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের মধ্যে এক পুলিশ অফিসার প্রবেশ করলেও, শিক্ষিকা ঘাবড়ে না গিয়ে তাঁকে আশির্বাদ করছেন। কারণ, এই পুলিশ অফিসার একসময়ে এই স্কুলেরই ছাত্র ছিলেন। আজকের দিনে জীবনে অনেক উন্নতি করে পুলিশ অফিসার হওয়ার পরও সে তাঁর পুরোন স্কুলকে ভোলেনি। শুধু তাই নয়, ভোলেননি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও।

তাই চাকরি পেয়েই প্রথমে পৌঁছে গিয়েছিলেন নিজের স্কুলে। আর সেখানে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলেন স্কুলের শিক্ষিকার। ছাত্রের এই সাফল্য ক্লাসে উপস্থিত অন্যান্য ছাত্রদের সঙ্গে ভাগ করে নিয়ে তাঁর সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন ক্লাসে উপস্থিত শিক্ষিকা।

সেইসঙ্গে শিক্ষিকা ক্লাসের ছাত্রদের বললেন, ‘এই ছাত্র যেমন সমাজের পাশাপাশি নিজের মাতা পিতার নাম উজ্জ্বল করেছে, তোমরাও এমন ভাবেই সকলের মুখ উজ্জ্বল করো’। এরপর সেই শিক্ষিকা ১১০০ টাকা দিয়ে তাঁর ছাত্রকে সম্মান জানায়। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল ছাত্ররা খুশিতে হাততালি দিতে থাকেন।

স্যোশাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই এই ভিডিওটি প্রায় আড়াই হাজার নেটিজন দেখে নিয়েছেন। সেইসঙ্গে রিট্যুইট করে নিয়েছেন অনেকেই।