১৬ বছর পর বাড়ি ফিরল ভারতীয় বীর জওয়ানের মৃতদেহ, প্রথমবার বাবার মুখ দেখলো মেয়ে

দেশের সুরক্ষার জন্য সৈনিকরা দিনরাত সীমান্তে পাহারায় অটল থাকে। মাতৃভূমির জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত থাকে তাঁরা। আজ এমন একজনের কথা বলব যিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। তবে ১৬ বছর পর তাঁর মৃত দেহ পাওয়া গেল।

গাজিয়াবাদের মুরাদনগরে হিসালি গ্রামের ছেলে ছিলেন শহীদ অমরীশ ত্যাগীর। তাঁর বাবা রাজকুমার ত্যাগীরও ছিলেন প্রাক্তন সৈনিক। ২০০৫ সালে এক ভয়ংকর বিপদে অমরীশের প্রাণ হারায়। তবে দীর্ঘ ১৬ বছর অমরেশের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ২০২১ সালে ২৩ শে সেপ্টেম্বর গঙ্গোত্রী হিমালয় থেকে তাঁর মৃত দেহ খুঁজে পাওয়া যায়।

আসলে ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনার ২৫ জনের একটি দল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তেরেঙ্গা উত্তোলনের জন্য গিয়েছিলেন। তাঁর মধ্যে অমরীশও ছিল। তেরেঙ্গা উত্তোলনের পর যখন তাঁরা ফিরছিল সেইসময় চারজন সেনা কোনমতে পা পিছলে তুষার বরফের মধ্যে পড়ে যায়। যখন উদ্ধারকার্য হয়েছিল তখন ৩ জন সেনাকে খুঁজে পাওয়া গেলেও সৈনিক অমরীশ এর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। সরকার থেকে অমরীশকে ২০০৬ সালে মৃত ঘোষণা করে, মৃত্যুর শংসাপত্র দিয়ে দিয়েছিলেন তাঁর পরিবারের হতে।

তবে তাঁর পরিবারের বিশ্বাস ছিল, অমরেশ ফিরে আসবে। ফিরে এলো ঠিকই ১৬ বছর পর সকাল ১০.১০এ , তবে কফিন বন্দি হয়ে। তাঁর মেয়ে ইশু প্রথম তাঁর বাবার মুখ দেখলো। কারণ অমরেশ যখন নিখোঁজ হয়েছিল, তখন তাঁর মেয়ে ইশু তাঁর স্ত্রীয়ের পেটে ছিল।

১৬ বছর পর তাঁর বাবাকে দেখে পুরো গ্রামবাসীর সামনে সে বলে উঠলো, সেও দেশবাসীর সেবা করবে সেনাবাহিনীতে যোগ দিয়ে। তাঁর শেষ কার্য সম্পূর্ণ করে অমরেশে ভাগ্নের ছেলে রামকিশোর। উপস্থিত ছিলেন, তহসিলদার প্রকাশ সিং, বিজেপি পশ্চিম অঞ্চলের আহ্বায়ক, মিডিয়া সম্পর্ক বিভাগ অমিত ত্যাগী, আরএলডি নেতা অমরজিৎ সিং বিট্টু, অমিত ত্যাগী, সারনা এসপি নেতা শ্রাবণ ত্যাগী, নীতিন ত্যাগী, বিকাশ যাদব, কংগ্রেস নেতা অভয় ত্যাগী, ওরফে রাজু এসও সতীশ কুমার প্রমুখ। তা ছাড়াও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলে।