মাত্র তিন দিনে আদানি গ্রুপের লোকসান ৬৫ বিলিয়ন ডলার

তিন দিনে আদানি গ্রুপের লোকসান ৬৫ বিলিয়ন

এতদিন অব্দি বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যাক্তিদের তালিকার তৃতীয় স্থানে ছিলেন গৌতম আদানি (Gautam Adani)। সাথে তিনিই ছিলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যাক্তি। তাঁর আদানি গ্রুপ গত কয়েক বছরে ব্যাপক পরিমাণ ব্যাবসার পরিধি বাড়িয়েছে। তবে এবার এক ধাক্কায় কমলো গৌতম আদানির স্থান। সম্প্রতি হিন্ডেনবার্গের একটি রিপোর্ট (Hindenburg Report) প্রকাশ হয়েছে। আর এই তালিকায় সেরা দশের বাইরে গেলেন গৌতম আদানি। এক ধাক্কায় কমে গেল আদানি গ্রুপের (Adani Group)শেয়ারের দাম। চলুন বিস্তারিত জেনে নিন।

Gautam Adani

গত বুধবার হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের ভিত্তিতে বিশ্বের সেরা দশ ধনীর তালিকার বাইরে গেলেন গৌতম আদানি। এতদিন বিশ্বের সবচেয়ে ধনী বাক্তিদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি। যেভাবে তিনি ব্যাবসার পরিধি বাড়িয়ে চলে ছিলেন, তাতে বিশেষজ্ঞরা মনে করেছিল খুব শীঘ্রই তিনি এই তালিকার প্রথম স্থান দখল করবেন। তবে ক্রমাগত উত্থানের দিকে যাওয়া গৌতম আদানির এক ধাক্কায় পতন ঘটলো। এই তালিকায় তিনি ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন।

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কমতে শুরু করেছে আদানি গ্রুপের শেয়ার (Share Price Fall)। গত কয়েকদিন বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে আদানির। আদলে রিপোর্ট প্রকাশ্যে আসার পরই অবাক হয়েছেন অনেকে। কেননা এই রিপোর্টে আদানির বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। এই সংস্থার অভিযোগ এই যে, আদানি কারচুপি করে শেয়ারের দাম বাড়িয়ে ধনী হয়েছে।

Adani Group

এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকেই দ্রুত শেয়ার কমতে শুরু করেছে গৌতম আদানির। গত কয়েকদিন কয়েক হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গ্রুপ। গত সোমবার প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার কমেছে আদানির। যদিও এই অভিযোগ অস্বীকার করে ৪১৩ পৃষ্টার একটি বিবৃতি দিয়েছে আদানি গ্রুপ। তা সত্ত্বেও আদানির শেয়ারের উন্নতি হয়নি। গৌতম আদানির মোট সম্পত্তি কমেছে (Gautam Adani’s Net Worth Drops) । বর্তমানে গৌতম আদানি ৮৪.৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের সেরা দশ ধনী ব্যাক্তিদের তালিকায় ১১ তম স্থানে রয়েছে।