Adani Group-এ দ্রুতগতিতে কমছে LIC এর উপার্জন, মাত্র ১০ দিনে উড়ে গেলো ৩০ হাজার কোটি টাকা

Adani Group-এ দ্রুতগতিতে কমছে LIC এর উপার্জন

দেশের (Country) অন্যতম ও সবচেয়ে বড় বীমা কোম্পানি হলো এলআইসি (LIC) । তবে শুধু বীমা কোম্পানিই নয় দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থাও এটি। আসলে এই সংস্থা বিভিন্ন খাতে বিনিয়োগ করে পরবর্তীতেই বিনিয়োগের (Investment) লাভের অংশ গ্রাহকদের রিটার্ন করে থাকে। এবার দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা এলআইসি বড় সর ক্ষতির সম্মুখীন হল। এই কয়েকদিন কয়েক হাজার কোটি টাকার লোকসান হলো এলআইসির। চলুন বিস্তারিত জেনে নিন।

Adani Group

প্রসঙ্গত, এলআইসি আদানি গ্রুপের (Adani Group) ৭টি স্টকে বিনিয়োগ করেছিল। আর বর্তমানে আদানি গ্রুপের শেয়ার দ্রুত গতিতে কমছে। সে কারণে আদানি গ্রুপের (Adani Group) বিনিয়োগকারী সংস্থা এলআইসির উপরও এর প্রভাব পড়ছে। আসলে সম্প্রতি হিডেনবার্গ রিসার্চ (Hindenburg Research Report) টিম একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ আনা হয়। আর এর পর থেকেই দ্রুত গতিতে আদানি গ্রুপের শেয়ারে (Adani Group Share Price) ধস নামতে থাকে। এর প্রভাব পড়ে আদানি গ্রুপে বিনিয়োগকারী সংস্থাগুলির উপরও।

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি আদানি গ্রুপের ৪টি স্টকে বিনিয়োগ করেছিল। যার মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ (Adani Enterprise), আদানি টোটাল গ্যাস (Adani Total Gass), আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy) এবং আদানি ট্রান্সমিশন (Adani Transmission)। এই সব মিলয়ে মোট ২৪০০০ কোটি টাকা বিনিয়োগ করে এলআইসি। বর্তমানেও মূল্য অনুযায়ী তা ২৭০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এখন এলআইসির মুনাফা দ্রুত কমতে শুরু করেছে।

LIC

২৪সে জানুয়ারি হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গ্রুপের ৫০% শেয়ার কমে গিয়েছে। ২৪ তারিখের পর থেকে এখনো পর্যন্ত কয়েক কোটি টাকা কমেছে আদানির। এখনো পর্যন্ত এলআইসি আদানি গ্রুপের চারটি স্টকে ২৩,৮৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। বা বর্তমান মূল্যে ২৭,২০০ কোটি টাকা। ২৪সে জানুয়ারি পর্যন্ত আদানির গ্রুপের এই চারটি খাত থেকে এলআইসি ৩৩০০০ কোটি টাকা আয় করেছিল। বর্তমানে তা কমে গিয়ে মুনাফা দাঁড়িয়েছে ৩৩০০ কোটিতে। অর্থাৎ এই ১০ দিনে ৩০০০০ কোটি টাকা মুনাফা কমেছে।