মা হওয়ার পর আরও খুলেছে সৌন্দর্য্য, সুন্দর ত্বকের রহস্য নিজেই জানালেন অভিনেত্রী অনুস্কা শর্মা

বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী হলেন অনুস্কা শর্মা (anushka sharma)। বয়স ৩৪ হয়ে গেলেও, এখনও তিনি যেন সেই সুইট সিক্সটিনের মতই রয়েছেন। এখনও তাঁর সৌন্দর্য্য টেক্কা দেয় অন্যান্য বলি অভিনেত্রীদের। তবে নিজের সৌন্দর্য্যের রহস্য গোপনে না রাখে, সম্প্রতি এক জনপ্রিয় বিউটি এবং ফ্যাশন ম্যাগাজিনে তা তুলে ধরলেন এই অভিনেত্রী।

দাগমুক্ত, উজ্জ্বল, টানটান ত্বক পেতে হলে, ঠিক কি কি করতে হবে, তা জেনে নিন অনুস্কা শর্মার এই সাক্ষাৎকার থেকে। নিতান্তই ঘরোয়া উপায়ে এবং অত্যন্ত সাধারণ উপকরণ দিয়েই নিজের ত্বকের যত্ন নেন এই অভিনেত্রী, যা আপনিও যদি মেনে চলেন তাহলে তাহলে পেয়ে যাবেন সুন্দর মোলায়েম ত্বক।

img 20221129 181324

কলা (banana), খাবার হিসাবে যেমন উপকারী, ঠিক তেমনি ত্বকের জন্যই কার্যকরী। ত্বকের পরিচর্যা করতে প্রতিনিয়তই কলা চটকে নিয়ে তা মুখে মাখেন অনুস্কা শর্মা, ত্বকের ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে। সেইসঙ্গে অভিনেত্রী এও জানিয়ে দিলেন, আপনার ত্বকে (skin) মাসাজ করার জন্য ঠিক কিভাবে ব্যবহার করবেন কলা।

img 20221129 175731

প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাকা কলা চটকে নিয়ে তার মধ্যে হাফ চামচ লেবুর রস খুব ভালো করে মিশিয়ে মুখে এবং গলায় মিশিয়ে তা প্রায় ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে যাদের তৈলাক্ত ত্বক রয়েছে, তাঁরা সপ্তাহে একদিন করে অন্তত এই ফেসপ্যাক ব্যবহার করুন, পার্থক্য বুঝতে পারবেন।

img 20221129 175718

এটা তো গেল তৈলাক্ত ত্বকের জন্য। যদি আপনার শুষ্ক ত্বক হয়, তাহলে একটি পাকা কলা এবং দুই টেবিল চামচ দই ভালো করে মিশিয়ে তা ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ফলে আপনার ত্বক নরম হওয়ার পাশাপাশি মৃত কোশ দূর হয়ে ত্বক সজীব ও লাবণ্যময় হয়ে উঠবে।

img 20221129 175653

তবে আপনার ত্বক যদি তৈলাক্ত কিংবা শুষ্ক না হয়ে এই দুইয়ের মাঝামাঝি হয়, তখন কি করবে? চিন্তার কোন কারণ নেই। অভিনেত্রী জানিয়েছেন, যাদের ত্বক তৈলাক্ত এবং শুষ্ক, তাঁরা একটি পাকা কলা, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, দুই থেকে তিন ফোঁটা টি ট্রি অয়েল ভালো করে মিশিয়ে সপ্তাহে একদিন ত্বকে লাগিয়ে পার্থক্য বুঝুন।