একই ফ্রেমে দেখা গেল র্যাঞ্চো, রাজু ও ফারহানকে! ফ্যানরা অনুরোধ করলেন ‘থ্রি ইডিয়টসের সিক্যুয়াল’র

হিন্দি বিনোদন দুনিয়ায় ‘থ্রি ইডিয়টস’ (3 idiots) অন্যতম একটি জনপ্রিয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রে আমির খান (aamir khan), শারমন জোশি (sharman joshi) এবং আর মাধবনকে (r madhavan) একই ফ্রেমে দেখা গিয়েছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে রাঞ্চোর চরিত্রে দেখা গিয়েছিল আমির খানকে। অন্যদিকে রাজু রাস্তোগির চরিত্রে শারমান জোশি এবং ফারহান কুরেশির ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন অনবধ্য অভিনয় করেছিলেন।
প্রায় সময়ই দর্শক মহল থেকে অনুরোধ আসত এই অভিনেতাদের আবারও একই সঙ্গে দেখার। বিশেষত বেশি অনুরোধ আসত ‘থ্রি ইডিয়টস ২’ কিংবা ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়াল তৈরি করার। তবে প্রায় ১৩ বছর পর আবারও একসঙ্গে দেখা গেল র্যাঞ্চো, রাজু রাস্তোগি এবং ফারহান কুরেশি অর্থাৎ আমির খান, শারমন জোশি এবং আর মাধবনকে।
আসল বিষয়টা হল, শুক্রবার নিজের গুজরাটি চলচ্চিত্রের প্রচার করছিলেন শারমন জোশি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও তৈরি করার মূহূর্তেই তাঁর সামনে এসে হাজির হয় আর মাধবন। আর তাঁকে জিজ্ঞাসা করে সে কি করছে। তখন শারমন জোশি নিজের চলচ্চিত্রের প্রচাররে বিষয়টা জানান।
এরই মধ্যে এই ভিডিওতে আগমন ঘটে বলি অভিনেতা আমির খানের। সে এসে আরও বিঘ্ন ঘটায় শারমন জোশীর ভিডিওতে। এবার একসঙ্গে মিলে আমির খান এবং আর মাধবন মজা শুরু করে দেন শারমন জোশীর সঙ্গে। তাঁদের অনেক কষ্টে নিজের চলচ্চিত্রের প্রমোশনের ভিডিওর বিষয়টা বুঝিয়ে যেই কথা বলতে শুরু করছেন শারমন জোশী, ঠিক তখনই আবার মজা শুরু করছেন আমির খান এবং আর মাধবন।
শেষমেশ বিরক্ত হয়ে, অন্য জায়গায় গিয়ে ভিডিও তৈরির সিদ্ধান্ত নেন শারমন জোশী। এভাবেই হয় শারমন জোশীর আগামী চলচ্চিত্রের প্রমোশন ভিডিও। ইতিমধ্যেই এই ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। আর এই ভিডিও দেখে নেটিজনদের দিক থেকে অনুরোধ আসতে থাকে, ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়াল তৈরির।