ফ্লপ যাচ্ছে একের পর এক সিনেমা! অভিনয় নিয়ে বড়সড় সিদ্ধান্ত আমির খানের

দেশে মাটিতে বয়কট শ্লোগান উঠলেও, বিদেশের মাটিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান (aamir khan) অভিনীত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল বলি অভিনেত্রী করিনা কাপুর খানকে। হাজারো চেষ্টা করেও, দেশের মানুষজকে এই চলচ্চিত্র দেখার জন্য হলমুখী করা যায়নি।
দর্শকদের এমন সিদ্ধান্তের ফলে সম্পূর্ণ জলে যায় দীর্ঘ ১৮ বছর অপেক্ষা এবং ৫ বছরের পরিশ্রম করে ঘরের থেকে সঞ্চয়ের টাকা উজাড় করে তৈরি করা আমির খানের এই ড্রিম প্রোজেক্ট। তবে বড়পর্দাতে ব্যর্থ হলেও, ওটিটিতে চলেছিল এই চলচ্চিত্র। যার ফলে কিছুটা হলেও মুখরক্ষা হয়েছে আমির খানের।
এবার অভিনয় নিয়ে এক বড় ঘোষণা করলেন বলিউডের মিস্টার পারফেক্ট। শোনা গিয়েছিল, ‘চ্যাম্পিয়ন’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে আমির খানকে (aamir khan)। কিন্তু এই ছবির বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, অভিনয় থেকে এখন কিছুদিনের বিরতি চাই তাঁর। আপাতত আগামী বছর দেড়েকের মধ্যে কোন চলচ্চিত্রেই আর অভিনয় করতে দেখা যাবে না তাঁকে। এই সময়টা পরিবার, সন্তান এবং মায়ের সঙ্গে কাটাতে চান এই বলি সুপারস্টার।
‘পিকে’ চলচ্চিত্রের পর বেশ কয়েকবছর বিরতি নিয়ে ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) নিয়ে কামব্যাক করেছিলেন আমির খান। কিন্তু দর্শকমহল এই ছবি দেখার জন্য হলে যাওয়া তো দূরস্তর, চলচ্চিত্রের বিরুদ্ধে বয়কট শ্লোগান তুলেছিল। অনেক কষ্ট করেও দর্শকদের হলমুখী করে তোলা যায়নি। তবে এবার শোনা যাচ্ছে, অভিনয় না করলেও, ভালো গল্প থাকার কারণে, বিশ্বাস নিয়ে ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রের প্রযোজনা করছেন তিনি।
আমির খানের কথায়, দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে শুধুমাত্র কাজকেই প্রাধান্য দিয়েছেন তিনি। পরিবারের দিকেও বিশেষ খেয়াল দেওয়া প্রয়োজন বলেই এমন সিদ্ধান্ত নিলেন আমির খান। তবে আশা করা যাচ্ছে, দেড় বছর পর আবার ও কোন নতুন চলচ্চিত্র নিয়ে কামব্যাক করতে পারেন আমির খান(aamir khan)।