নতুন ট্যুইস্ট আসছে ‘মিঠাই’ ধারাবাহিকে, সিড-মিঠির বিয়ের আসরেই এন্ট্রি নিচ্ছে মিঠাই!

বর্তমান সময়ে বেশ সাসপেন্স তৈরি করেছে জি বাংলার (zee bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (mithai)। যেখানে ধারাবাহিকের প্রধান চরিত্র মিঠাইকে মৃত হিসাবে দেখানো হলেও, দর্শকদের ধারণা আবারও ফিরে আসবে মিঠাই। তবে এরই মধ্যে আবার গল্পে এন্ট্রি নিয়েছে এক নতুন চরিত্র ‘মিঠি’, যার সঙ্গে ‘সিডাই’র ছেলে শাক্যর খুব সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। আবার এই মিঠিকে অবিকল আবার মিঠাইয়ের মত দেখতে।

মনোহরাতে ছেলেকে সামলাতে হিমশিম খাওয়া সিডের জন্য নিজের ভাইঝি সৌমীর সঙ্গে বিয়ে সিদ্ধার্থর বিয়ে ঠিক করেছে সিডের কাকিমা। অন্যদিকে এই বিয়ে বাবার এই নতুন বিয়েটা মানতে পারছে না ছেকে শাক্য। আচমকাই সবার সামনেই মিঠিকে বলে বসে, ‘ আমার মা হয়ে কেউ যদি এই বাড়িতে আসতে চায়, তাহলে তুমি এসো’। যা শুনে বাড়ির সকলেই হকচকিয়ে যায়।

img 20221122 153342

এদিকে আবার প্রান্তিক নামের একটি ছেলেকে ভালোবাসে তাঁর জন্য ঘর ছাড়লেও, সে ঠকায় মিঠিকে। যার ফলে বর্তমানে ভাঙা মন নিয়ে মনোহরাতে আশ্রয় নিয়েছে মিঠি। কিন্তু মিঠাই এবং মিঠিকে একই রকম দেখতে হওয়ায়, দর্শকদের ধারণা মিঠি এবং মিঠাই যমজ বোন হতে পারে। কারণ এদিকে যেমন মিঠাইয়ের বাবাকে দেখা যায়নি, তেমনই অন্যদিকে মিঠির মাকেও দেখায়নি। তাই এই দুইয়ে দুইয়ে চারও করে নিয়েছেন অনেক নেটিজন।

img 20221122 153354

তবে এখন বিষয় হচ্ছে, দর্শকদের ধারণা, সিড মিঠির বিয়ের দিনই দেখানে হাজির হবে আসল মিঠাই এবং সেখানে সেই মণ্ডপেই সিদ্ধার্থর সঙ্গে বিয়ে হবে তাঁর। অন্যদিকে আবার সিদ্ধার্থকে ভালোবাসার কারণে, যেনতেন প্রকারে মিঠিকে সিডের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সৌমী। তবে এই মুহূর্তে দর্শক অপেক্ষা করে রয়েছে, কখন এই গল্পে আসবে বড় ট্যুইস্ট এবং সেখানেই দেখা যাবে আসল মিঠাইকে।

Related Articles

Back to top button