Digha: দীঘাতে মিললো বিশালকার ৫৫ কেজির মাছ, বিক্রি করে এতো লাখ টাকা পেলেন ব্যাবসায়ী

Jiant fish in Digha : দিঘায় (Digha) ফের পাওয়া গেল বিশালাকৃতির একটি মাছ (Jiant fish)। মৎস্যজীবীর জালে আবারও ধরা পড়ল বিশালাকার তেলিয়া ভোলা (Telia Bhola)। এটি পাওয়া গেছে দিঘাতে (Digha)। এ বার এই মাছ বিক্রি করেই ১৩ লাখ টাকা পেলেন মাছ ব্যবসায়ী। মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে রবিবার সেই মাছ কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকদিন আগে ১২১টি তেলিয়া ভোলা বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়েছিলেন কয়েক জন ব্যবসায়ী।

Digha Beach

প্রত্যেকটি মাছই বিক্রি হয়েছিল ১০-১৫ হাজার টাকায়। ১৩ লাখ টাকার ওই মাছ বিক্রি নিয়ে ‘দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন’-এর অন্যতম কর্তা নবকুমার পয়ড়্যার কথায়, “পূর্ব ভারতের সব থেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনায় একটি ৫৫ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ নিয়ে ব্যাপক দর কষাকষি চলেছিল।”

“কয়েক ঘণ্টার নিলামের পর শেষ পর্যন্ত সেটি বিপুল টাকায় কিনে নিয়েছেন এসএসটি নামের একটি সংস্থা।” তিনি আরও বলেছেন “এমন বড় আকারের তেলিয়া ভোলা বছরে দু’-তিনটে ধরা পড়ে।’’ দিঘা মোহনা রবিবার এই তেলিয়া ভোলা (Telia Bhola) বাজারে নিলামে বিক্রি করার জন্য আনেন দক্ষিণ ২৪ পরগনার নৈনানের একজন মৎস্যজীবী,যার নাম শিবাজী কবীর।

আড়ৎদার কার্তিক বেরা জানান, ‘৫৫ কেজির স্ত্রী মাছটি বিক্রির সময় ডিমের জন্য পাঁচ কেজি ওজন বাদ যায়। তার পর মাছটির (Jiant fish) নিলাম শুরু হলে প্রায় তিন ঘণ্টা ধরে দরদাম চলে। শেষ পর্যন্ত ২৬ হাজার টাকা কেজি দরে ১৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছে মাছটি’। তিনি আরও বলেন, “এই তেলিয়া ভোলাটি (Telia Bhola) পুরুষ হলে দাম আরও বেশি হত। ছ’দিন আগেই দিঘা মোহনা বাজারে ৩০ কেজির একটি পুরুষ তেলিয়া ভোলাই ন’লক্ষ টাকায় বিক্রি হয়েছে।”

Telia Bhola

এই তেলিয়া ভোলা এতো মুল্যবান হওয়ার কারন?

মৎস্যজীবীরা জানান, এই প্রজাতির মাছের পেটে থাকা পটকা জীবনদায়ী ওষুধের খোল তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এর আগেও দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে এই তেলিয়া ভোলার জন্যে রাতারাতি কোটিপতি হয়েছেন বেশ কয়েক জন ব্যবসায়ী। তবে সেগুলির ওজন অনেক কম ছিল। এই মাছের ওজন যত বেশি হবে তার পটকার মুল্যও তত বেশি হবে। এক মৎস্যজীবীর কথায়, ‘‘ভাগ্যবান মৎস্যজীবীদের কপালেই এত বড় আকারের তেলিয়া ভোলা জোটে।’’