Viral Video: চলন্ত বাইকে দৌড়ে বসার চেষ্টা করলো ষাঁড়, ভিডিও দেখলে থামবে না হাসি

সোশ্যাল মিডিয়ার (Social media)  সাথে জুড়ে নেই এরকম মানুষ নেই বললেই চলে। আমরা সোশ্যাল মিডিয়াকে আজকাল বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। যেমন কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসার কাজের জন্য, জিনিস কেনা-বেচার, কেউ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েক করে উপার্জন করে আবার কেউ কেউ শুধু এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আর এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা লোকেদের সংখ্যাই একটু বেশি।

সোশ্যাল মিডিয়ায় (social media) আমরা রোজই অনেক ধরনের ফটো, ভিডিও ও খবর দেখতে পাই। এই সব ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও বা খবর এমন থাকে যা দেখার পর আমরা অবাক হয়ে যাই বা এমন কিছু দেখতে পাই তা দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায় বা এমন কিছু দেখি যা আমাদের মনকে খুশি করে তোলে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনি একটি হাস্যকর ভিডিও (Funny video) ভাইরাল (Viral video) হচ্ছে যা দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। আসুন এই আর্টিকেলের মাধ্যমে এই হাস্যকর ভিডিওর (Funny video) বিষয় বিস্তারিত জেনেনি।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি লোক তার বাইকে বসেছিলেন আর রাস্তার ধারে বাইকটিকে দাঁড় করিয়ে রেখেছিলেন। এমন সময় হঠাৎ একটি ষাঁড় এসে বাইকের উপর সামনের দুটি পা উঠিয়ে দিয়ে নিজের সিং দিয়ে বাইকটিকে গোঁতাতে শুরু করে। এরপর বাইক চালক ভয় পেয়ে বাইকটি তাড়াতাড়ি স্টার্ট করে ও বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইকটি স্টার্ট করার পরও কিছু দূর পর্যন্ত ষাঁড়টি বাইকটিকে ধাবা করেছিল ও একটানা বাইকটিকে গোঁতাছিল। এই দৃশ্যটি অত্যন্ত হাস্যকর ছিল। আপনিও নিচের ভিডিওটি দেখুন নিজের হাসি থামাতে পারবেন না চ্যালেঞ্জ রইলো।

ষাঁড়ের এই হাস্যকর ভিডিওটি টুইটারে শেয়ার করেছে ‘হাসনা জরুরি হে’ নামক পেজ। এই পেজটি এই ভিডিওটি একটি মজাদার ক্যাপশনে সাথে ছেড়েছে। এই ভিডিওয়ের ক্যাপশনে লেখা রয়েছে যে ‘ইতিহাস সাক্ষী রয়েছে এমন ঘটনা আগে কখনো ঘটেনি’ এবং অনেক গুলো হাসির ইমোজিও ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটি এখনো পর্যন্ত ৪৯৯k ভিউ পেয়েছে ও ৬৫০০-এর বেশি লোক এই ভিডিওটিকে লাইক করেছে। আর লোকেরা এই ভিডিওতে কমেন্টও করেছে প্রচুর। আপনিও কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ?

Related Articles

Back to top button