রাতারাতি লাখপতি মৎস্যজীবী, জাল ফেলতেই উঠে এলো ৩৫০ মন মাছ

রাতারাতি লাখপতি মৎস্যজীবী

মাছ অতি উত্তম একটি খাদ্য। আর বাঙালি হলে তো কথাই নেই। কথায় আছে মাছে ভাত বাঙালি। তবে মানুষ যে এই সুস্বাদু মাছ খান, তাঁর পিছনে রয়েছে অনেক মানুষের পরিশ্রম। আর এরা হলেন মৎস্যজীবী (Fisherman)। মৎস্যজীবীরা গভীর সমুদ্রে গিয়ে কখনো বা নদীতে গিয়ে মাছ ধরে। সেই মাছ পৌঁছে যায় বাজারে। মৎস্যজীবীরা এভাবেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। মৎস্যজীবীরা কখনো কখনো সমুদ্র থেকে এতো পরিমান মাছ ধরে, যা তাদেরকে লাভবান করে তোলে।

Fish

সম্প্রতি এক মৎস্যজীবীর সঙ্গে এমনই ঘটলো। সমুদ্র থেকে জাল ফেলে মাছ ধরে লাভবান হলেন ওই মৎস্যজীবী। জাল উঠলো কয়েক মন মাছ। মাছ বিক্রি হলো কয়েক লক্ষ টাকা দিয়ে। যা ওই মৎস্যজীবীকে লাখপতি করে তুললো। ঘটিনাটি ঘটেছে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকায়।

খবরটি প্রকাশ পেয়েছে বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্রে। এই খবর থেকেই জানা যায় ওই ব্যাক্তির নাম মহম্মদ কলিম উল্লাহ। যিনি পেশায় একজন মৎস্যজীবী। গত শনিবার তিনি সমুদ্রে জাল ফেলে প্রায় ৩৫০ মন মাছ ধরেছেন। ওই মাছগুলি তিনি কয়েকজন ব্যাবসায়ীর (Businessman) কাছে বিক্রি করেন। তিনি মাছগুলি বিক্রি করে লাভ করেন ৯ লক্ষ টাকা।

Fish

প্রথম আলো সংবাদপত্রে জানা গিয়েছে, গত শনিবার সকালে তিনি সমুদ্রে গিয়ে জাল ফেলেন। ওই দিন বিকেলে জাল তোলা হয়। তবে জাল এতই ভারী হয়েছিল, যা তিনি একা তুলতে পারেননি। জলটি তুলতে প্রায় ১৫ জনের সাহার্য নেন তিনি। জাল তোলার পর তিনি রীতিমতো অবাক হয়ে যান খুশিতে। এত পরিমান মাছ থেকে তিনি খুবই আনন্দিত হয়ে ওঠেন। তবে এটাই প্রথম নয়। এর আগের বছরও প্রচুর পরিমান মাছ ধরে তিনি ৬ লক্ষ টাকা লাভ করেছিলেন।