FD-তে দেওয়া হচ্ছে ৯ শতাংশ সুদ! আজই যোগাযোগ করুন এই ব্যাঙ্কে

মানুষজন তাঁদের কষ্ট করে উপার্জিত অর্থ কোন সঠিক নিরাপদ স্থানে গচ্ছিত রাখতে চায় সবসময়। সেই কারণে বেশিরভাগ মানুষ কোন ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের উপর ভরসা করে থাকেন। আর তার মধ্যে ব্যাঙ্কের ক্ষেত্রে ফিক্স ডিপোজিট (fixed deposit) হল সবথেকে নিরাপদ একটি মাধ্যম টাকা রাখার।
তবে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, বড় ব্যাঙ্ক অর্থাৎ চেনা পরিচিতি ব্যাঙ্কগুলোর থেকে ছোট ফাইন্যান্স ব্যাঙ্কগুলি FD-তে অনেক বেশি সুদের পরিমাণ দিয়ে থাকে। যার ফলে গচ্ছিত অর্থের অনেক বেসি সুদ পেতে পারেন গ্রাহকরা। জেনে নিন এমনই কিছু ছোট ফাইন্যান্স ব্যাঙ্কের সুদের বিষয়ে।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)- গত ২৭ শে ফেব্রুয়ারী থেকে এই ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রাখা হয়েছে 8.25 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য রাখা হয়েছে 9 শতাংশ।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Unity Small Finance Bank)- ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে বেশকিছুটা বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। এখানে সাধারণ নাগরিকদের দেওয়া হচ্ছে 4.5% থেকে 9% সুদ এবং অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য থাকছে 9.5 শতাংশ সুদ। এই নতুন সুদের হার ধার্য করা হয়েছে গত ২ রা মে থেকেই।
এখানে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৬ মাস থেকে ২০১ দিনের জন্য রয়েছে 8.75 শতাংশ সুদ, ২০২ থেকে ৫০১ দিনের জন্য রয়েছে 8.75 শতাংশ সুদ এবং ৫০২ থেকে ১০০১ দিনের জন্য রয়েছে 9.00 শতাংশ সুদ।
এখানে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৬ মাস থেকে ২০১ দিনের জন্য রয়েছে 9.25 শতাংশ সুদ, ২০২ থেকে ৫০১ দিনের জন্য রয়েছে 9.25 শতাংশ সুদ এবং ৫০২ থেকে ১০০১ দিনের জন্য রয়েছে 9.50 শতাংশ সুদ।
ফিনকেয়ার স্মলব্যাঙ্ক (Fincare Small Finance Bank)- চলতি বছরের ২৪ শে মার্চ থেকে সাধারণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্ক সুদ দিচ্ছে 8.4 শতাংশ করে এবং প্রবীণ নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে 9.01 শতাংশ সুদ। 1000 দিনের জন্য এমনটা করা হয়েছে।