দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল ট্রেলার, কাপিল দেবের বিশ্বকাপ জয়ের অবিকল তুলে ধরবে 83

বলিউডে মুক্তি পেতে চলেছে ‘৮৩’ ছবি। বিগত দুই বছরে করোনা আবহের অনেক ছবি মুক্তি পেতে প্রচুর দেরি হয়েছে। তাঁর মধ্যে এটি অন্যতম। গল্পটিতে প্রথবার ভারত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনি বিশ্বকাপ ক্রিকেটে কপিল দেবের অবদানও তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রণবীর সিং। কপিল শর্মার স্ত্রীর রোমির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোনকে। ‘৮৩’ ছবির পরিচালক হলেন কবীর খান। ছবিটি বলিউড, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ভাষাতেও মুক্তি পাওয়ার কথা, পরিচালক কবীর এমনটাই জানিয়েছেন।

ছবিটির ট্রেলারে দেখা গিয়েছে বিশ্বকাপ ক্রিকেটের বিভিন্ন স্মৃতি। জিম্বাবোয়ের সঙ্গে প্রথম ভারতের বিশ্বকাপ খেলা। কপিলের দল ৫ উইকেটে ১৭ রান যখন হারতে বসেছিল। সেই সময় কপিল দেব একাই ১৭৫ রান করেছিলেন। কপিলের দেবের জন্যই সেদিন ভারত ম্যাচটি জিতে গিয়েছিল।

৪ মিনিটের ট্রেলারে আরো কিছু জিনিস দেখানো হয়েছে, কপিল দেবকে সাংবাদিক সম্মেলনে বিব্রত করার মতো প্রশ্ন বা সাংবাদিকের তাচ্ছিল্যের হাসি। ট্রেলারে মাথার বিভিন্ন দৃশ্য দেখানো। দর্শকদের মধ্যে ছবির প্রতির টান বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘৮৩’ ছবিটি।