পেরুতে মিলল ৮০০ বছরের পুরনো মমি, চমকে দেবার মত বেরিয়ে এল একাধিক রহস্য

মধ্যযুগের ইতিহাসের পাতা ঘাটলেই দেখা যাবে, তখনকার দিনে যে কোনো শাস্তি খুবই ভয়ঙ্কর এবং নিষ্টুর দেওয়া হতো। তাঁর আরো একটি উদাহরণ প্রত্নতত্ববিদরা সম্প্রতি খুঁজে পেয়েছেন। আন্দিয়ান পর্বতমালার পেরুর কেন্দ্রীয় উপকূলবর্তী থেকে
একজন জীবন্ত মানুষকে খুবই নিষ্টুর ভাবে হাত পা বেঁধে সমাধি দেওয়া হয়েছিল মমি করে। তাঁর শরীরটাও বিশেষ কাপড় দিয়ে বাঁধা ছিল। এই মমি কম করেও হলে ৮০০ বছরের পুরনো, এমনটাই জানিয়েছেন সান মার্কোসের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিকবিদ ইয়োমিরা সিলভিয়া হুমায়ুন স্যানটিলান এবং পিটার ভ্যান।

তাঁরা মমিটিকে এটাও জানিয়েছেন, এরম মমি পাওয়া ইতিহাসের পাতায় বড় ইতিহাস সম্পর্কের খোঁজ দিতে পারে। মমিটা পাওয়া মাত্রই তাঁদের পুরো দল খুবই আনন্দিত হয়েছে। কারণ ইতিহাসে নতুন এক অধ্যায় লেখা হবে।

প্রত্নতাত্ত্বিকবিদ ইয়োমিরা জানিয়েছেন, পেরুর কাজামারকুইলা শহরে ডিম্বাকৃত গম্বুজের ভিতরে পাওয়া গেছে মমিটি। তবে স্থানটি লিমার উপকূলের কাছে । তবে এই শহরটি এখনও অবধি ইট মাটি দিয়ে তৈরি। এটা একসময় বাণিজ্যিক কেন্দ্র ছিল।

 

তবে অনেকের মতে এই মমিটি তখনকার দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কারণ শহরের মাঝখানে মমিটি পাওয়া গেছে। তাঁর মৃত্যুর পর তাঁকে সম্মানের জন্য এভাবে মমি করে সমাধি দেওয়া হয়েছে। তবে মমিটি ছেলে না মেয়ে তা এখনো বোঝা যায়নি। তবে তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে তা জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকবিদরা।