রাতারাতি ৮০ কোটি টাকার মালিক হয়ে দিশেহারা এই যুবক, পাত্রীর সন্ধানে দিচ্ছেন এদিক সেদিক ইমেল

৮০ কোটি টাকার মালিক হয়ে দিশেহারা এই যুবক

অনেকেই রাতারাতি বড়লোক (Rich) হতে চান। তবে তা সহজ নয়। এর জন্য অনেক পরিশ্রম করতো হয়। তবে পরিশ্রম ছাড়াই অনেকে লটারির (Lottery) মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করে থাকেন। যদিও এটি সংখ্যায় খুব কম। তবে এমনও অনেক মানুষ আছেন, যারা লটারি কেটে কয়েক কোটি টাকা জিতেছেন এবং রাতারাতি ধনী হয়ে উটেছেন। আজ এমনই এক ব্যক্তির কথা বলতে যাচ্ছি, যিনি লটারিতে কয়েক কোটি টাকা জিতেছেন। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Lottery

রাতারাতি কয়েক কোটি টাকা লটারি জিতলেন কুরসাত ইলদিরিম (Ildirim) নামক এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে জার্মানির ডর্টমুন্ড (Germany Dortmund) শহরে। গত ২৪শে সেপ্টেম্বর ওই ব্যক্তি লটারিতে ৮০ কোটি টাকা জিতেছেন। টাকা পাওয়া মাত্রই তিনি নির্দ্বিধায় খরচ করে চলেছেন। আগে তিনি ইস্পাত কারখানায় কাজ করতেন। লটারি জিতে তিনি ওই চাকরিও ছেড়ে দেন। এই অর্থ খরচ করে তিনি বিলাসবহুল ঘড়ি ও পছন্দের মদও কিনেছেন। কিনেছেন ৫.৬ কোটি টাকার দুটি গাড়িও।

এবার তিনি এই বিপুল অর্থ খরচ করার জন্য একজন সঙ্গী খুঁজছেন। সেই সঙ্গীর সঙ্গে তিনি পরিবার শুরু করতে চান। এক কথায় বিপুল অর্থ জিতে এবার কুরসাত বিয়ে করতে চাইছেন। তার বয়স ৪১। তিনি মিডিয়াকে (Media) জানিয়েছেন যে, তিনি অবিবাহিতা। তিনি আরো জানান যে, তিনি এমন এক মেয়েকে চান, যিনি তাঁর টাকাকে নয় বরং তাঁকে ভালোবাসবে। সে মেয়ে ফর্সা বা কালো হলেও চলবে। এ খবর ইতিমধ্যে তিনি মিডিয়াতে ছড়িয়ে দিয়েছেন এবং যোগাযোগের জন্য একটি ইমেলও দিয়েছেন তিনি।

Ildirim

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরসাত লটারি জেতার ঘোষণা করেছিলেন। তিনি প্রায় ১৫ বছর ধরে লটারি খেলছেন এবং পরেও তিনি খেলে যাবেন। তিনি এই বিপুল অর্থ জিতে বেশ খুশি এবং এই অর্থ দিয়ে তিনি মানুষকে খুশি করতে চান। তিনি টাকা পাওয়ার পর বাবা মা ও ভাইদের কিছু কিছু টাকা ট্রান্সফার করেন। তাঁর ইচ্ছা তিনি আফ্রিকায় গিয়ে কূপ খনন করবেন। এছাড়া সেখানকার শিশুদের উপহার দিতে চান।