রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! দেশের সেরা আট বিশ্বসুন্দরী জীবন গল্প সম্পূর্ণ বদলে দিবে আপনার চিন্তাধারাকে

রীতা ফারিয়া- প্রথমবার এশিয়া মহিলা হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন রীতা ফারিয়া ১৯৯৬ সালে। তাঁর ক্যারিয়ার গ্রাফ বাকিদের থেকে আলাদা ছিল। তিনি মিস ওয়ার্ল্ড জিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সুযোগ পান।

ঐশ্বর্য রায় – এরপর ১৯৪৪ সালে ৪৪ তম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন বলিউডের সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রায়। তাঁর সবুজ চোখের সৌন্দর্যতাই সবার তাক লেগে যায়।

ডাস্কি সুন্দরী ডায়ানা হেডেন – ঐশ্বর্য রায়ের বিশ্বসুন্দরী হওয়ার তিন বছর পর হাজার ১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ডএর খেতাব জিতেছিলেন ডাস্কি সুন্দরী ডায়ানা হেডেন। তিনি অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে কয়েক বছর পর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে যান এবং সামাজিক কাজ করা শুরু করেন। তিনি একটি বই লিখেছিলেন। বইটির শিরোনাম নাম ছিল সুন্দর গাইড।

যুক্তা মুখী – ভারতীয় মেয়ে যুক্তামুখী মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ১৯৯৯ সালে।

প্রিয়াঙ্কা চোপড়া- তিনি মিস ওয়ার্ল্ড হয়েছিল ২০০৪ সালে। তা ছাড়াও তিনি একজন খুবই জনপ্রিয় অভিনেত্রী হলিউড থেকে বলিউডে। তাছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে গুলোতে প্রতিনিধিত্ব করেছেন।

মানুষী চিল্লার- ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন মানুষী চিল্লার। তিনি হরিয়ানার বাসিন্দা ছিলেন। তাঁর বয়স তখন ছিল মাত্র ২০ বছর। তিনি সেসময় মেডিকেল নিয়ে পড়াশোনা করছিলেন।

সুস্মিতা সেন- প্রথম ভারতীয় কন্যা সুস্মিতা সেন ১৯৯৪ সালের ২১শে মে, মিস ইউনিভার্স এর মুকুট পেয়েছিলেন। তাঁকে ফিলিপিন্সের বিজয়ী হিসেবে মুকুট দেওয়া হয়েছিল।

লারা দত্ত: ২০০০ সালে লারা দত্ত মিস ইউনিভার্সিটির খেতাব জিতেছিলেন। সেই প্রতিযোগিতাই প্রিয়াঙ্কা চোপড়া এবং দিয়া মির্জাও অংগ্রহণ করেছিলেন।

হারনাজ সান্ধু – ৭০ তম মিস ইউনিভার্স জিতে নিলেন ভারতের চণ্ডীগড়ের কন্যা হারনাজ সান্ধু।
এবছর মিস ইউনিভার্সের অনুষ্ঠানটি হয়েছিল ইজরায়েলের। হারবাজের বর্তমান বয়স ২১ বছর।