শুধু বিপিন রাওয়াত নয়, এরকম হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারুয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যক্তিরা

সম্প্রতি ভয়ংকর দুর্ঘটনা ঘটে গিয়েছে তামিলনাড়ুর কুন্নুর এলাকায়। তবে সব থেকে খারাপ খবর এটাই যে, হেলিকপ্টারে সফর করছিলেন দেশের সেনাবাহিনী প্রধান অফিসার বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সমেত আরো ১২ জন সেনা। হেলিকপ্টারের সফর করাকালীন প্রত্যেক ব্যাক্তি মারা গেলেও হেলিকপ্টারে যিনি ক্যাপ্টেন বরুণ সিং, তিনি কোনক্রমে বেঁচে গিয়েছেন।

তবুও তাঁর প্রাণ সংকটে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এরকম দুর্ঘটনা এই প্রথমবার নয় এর আগেও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এরকম দুর্ঘটনার কবলে পড়ে নিজেদের প্রাণ হারিয়েছেন। আসুন জেনে নিন এরকমই কয়েকজন বিখ্যাত মানুষের সম্পর্কে, যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন।

২০১৯ সালের ২রা সেপ্টেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর ওয়াইএস রাজশেখর। ঘটনাটি ঘটেছিল অন্ধপ্রদেশের কুরনুলে রুদ্রকোনা পাহাড়ে।

সাল ২০০৪, তারিখটা ছিল ১৭ই এপ্রিল দক্ষিণ ভারতের অভিনেত্রী সৌন্দর্য প্রথমবার বিজেপির ভোট প্রচারে বেরিয়েছিল। বেঙ্গালুরু থেকে করিমনগর হেলিকপ্টারে সফর করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার হেলিকপ্টারটি ক্রাশ করে। তিনি এই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

সাল ২০০১, তারিখ ছিল ৩০শে সেপ্টেম্বর ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন কংগ্রেস মন্ত্রী মাধবরাও।

দেশের প্রাক্তন স্পিকার জিএমসি বালাযোগীর মৃত্যু হয়েছিল এরকমই ভয়ঙ্কর দুর্ঘটনা। সালটা ছিলো ২০০২, ৩রা মার্চ।

রাজনীতিতে এক সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সঞ্জয় গান্ধী। কিন্তু দিল্লির সাফদরজং বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় ১৯৮০ সালের ২০ই জুন।

দেশের অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি একসময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর কারণ হিসাবে বিমান দুর্ঘটনায় দেখানো হয়েছিল। সেটি নিশ্চিত করেছিলেন সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, ২০০৫ সালের ৩১শে মার্চ।

জিন্দাল কোম্পানির চেয়ারম্যান ওম প্রকাশ জিন্দাল বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২০০৫ সালের ৩১ শে মার্চ।