বিয়ে বাড়ির DJ এর দরুন হার্ট এট্যাকে মৃত্যু ৬৩ টি মুরগির, থানায় গেল পোল্ট্রি ফার্মের মালিক

ওড়িশার বালাসোর জেলায় এক অদ্ভূত ঘটনার জন্য পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে। এক পোল্ট্রি ফার্মের মালিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেছেন, তার প্রতিবেশী ডিজে বাজানোর কারণে তার পোল্ট্রি ফার্মএর সবকটা মুরগি মারা গেছে।

নীলগিরি থানায় অভিযোগ দায়ের করেছেন বছর ২২ বয়সের পোল্ট্রি ফার্মের মালিক রঞ্জিত। তাঁর দাবি তার প্রতিবেশী রামচন্দ্রের বাড়িতে বিবাহের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের জন্য ডিজে বাজানো হচ্ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী, বরযাত্রীরা রাস্তা দিয়ে বেরনোর সময় উচ্চস্বরে ডিজে বাজিয়ে ছিলো। যেহেতু ডিজের আওয়াজ উচ্চস্বরে ছিলো। এর ফলে রঞ্জিতের পোল্টির ৬৩ টি মুরগি হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে।

রঞ্জিত তার প্রতিবেশী রামচন্দ্রকে বেশ কয়েক বার অনুরোধ করেছিলেন, ডিজের আওয়াজ যেন কিছুটা কমানো হয়। কিন্তু তার প্রতিবেশী সেটা শুনেননি। ফলত এক ঘণ্টার মধ্যে ৬৩টি মুরগিকে মৃত অবস্থায় পান রঞ্জিত। পশু চিকিৎসকের কাছে যোগাযোগ করা হলে তিনি জানান বিকট শব্দে জন্য মুরগি গুলো ভয়বিদ হয়ে হৃদ রোগে মারা গেছে।

রঞ্জিত একজন ইঞ্জিনিয়ারিং স্নাতক ছাত্র। তিনি চাকরি না পাওয়ার কারণ বশত ২০১৯ সালে বালাসোরের একটি সমবায় ব্যাংক থেকে তিনি দু লক্ষ টাকা লোন নিয়েছিলেন পোল্ট্রি ফ্রাম শুরু করার জন্য।

মুরগি গুলো মারা যাওয়ার পর তিনি তার প্রতিবেশী রামচন্দ্রের কাছে ক্ষতিপূরণের দাবি তোলেন। রামচন্দ্র প্রথমদিকে ক্ষতিপূরণ দিতে রাজি ছিলেন। কিন্তু পরের দিকে তিনি সেটি দিতে অস্বীকার করেন। এরপরে রঞ্জিত ২৩ শে নভেম্বর নীলগিরি থানায় অভিযোগ করেন। বালাসোর জেলার এসপি সুধাংশু মিশ্র অভিযোগ পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন।