কপিল শর্মার কারনেই আজ ধ্বংস হয়ে গিয়েছে এই 7 বিখ্যাত কমেডিয়ানের ক্যারিয়ার

টেলিভিশনের পর্দায় সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান শো হলো দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show). সঞ্চালনা করে থাকেন কপিল শর্মা (Kapil Sharma) নিজেই। এই শোটি ছোট থেকে বড় যে কেউই দেখতে খুবই পছন্দ করে থাকেন। দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই শোটি। কমেডিয়ান শো বলতে সবার প্রথমে নাম আসে কপিল শর্মার শো। এখানে খেলোয়াড় থেকে অভিনেতা সবাই আসেন। বড় বড় তারকারা তাদের ছবির প্রচারের জন্য এই শোতে এসে থাকেন।

তবে কপিল শর্মা শো জনপ্রিয় হওয়ার আগে দেশে কৌতুক অভিনেতা (Comedian Actor) হিসাবে অনেক বড় বড় কমেডিয়ান ছিলেন বা তাদের জনপ্রিয়তা দর্শকদের চোখে পড়তো। কিন্তু যখন থেকে কপিল শর্মা শো জনপ্রিয় হতে শুরু করেছে। তখন থেকেই এই কৌতুক অভিনেতারা হারিয়ে যেতে শুরু করেছেন ইন্ডাস্ট্রি (Industry) থেকে। তাঁদের জনপ্রিয়তা এখন আর আগের মতো নেই। আজ সেরমই কিছু কৌতুক অভিনেতাদের কথা আপনাদের বলবো।

১. সুনীল গ্রোভার (Sunil Grover) –

Sunil Grover

তিনি অনেক চলচ্চিত্রে কমেডিয়ান অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। তিনি বহু সিরিজেও অভিনয় করেছেন। এমনকি দ্য কপিল শর্মা শো তে তিনি কৌতুক অভিনেতা হিসেবে উপস্থিত থাকতেন। কিন্তু তিনি নিজে কমেডিয়ান শো আরম্ভ করেছিলেন, কিন্তু সেটি সেরকম ভাবে চলেনি। কপিল শর্মা শোয়ের এর মত এই শোটি অতটা জনপ্রিয়তা পায়নি।

২. রাজু শ্রীবাস্তব (Raju Srivastav) –

Raju Shrivastav

একটা সময়ে রাজু শ্রীবাস্তবের জনপ্রিয়তা দেখার মত ছিল। তিনি দেশের সেরা স্টান্ডআপ কমেডিয়ান হিসেবে নিজের নাম কামিয়ে নিয়েছিলেন। তিনি ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ, কমেডি সার্কাসে ‘ উপস্থিত থাকতেন। এমনকি ‘ দ্য কপিল শর্মা শো’ তে তিনি উপস্থিত ছিলেন। কিন্তু কাপিল শর্মা শোয়ের সাফল্য পর এখন তাঁর জনপ্রিয়তা আগের চেয়ে অনেক কমে গিয়েছে।

৩. এহসান কুরেশি (Ahsaan Qureshi) –

Ahsaan Qureshi

তাঁর কমেডি করার প্রতিভা দর্শকদের খুবই আনন্দিত দিত। তিনি অনন্য উপায় দর্শকদের হাসাতে পারতেন। কিন্তু কৌতুক অভিনেতা হিসাবে তাঁর জনপ্রিয়তা বেশ কমে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার ‘ চ্যালেঞ্জে তিনি রানার আপ হয়েছিলেন।

৪. রাজীব নিগম (Rajiv Nigam ) –

Rajiv Nigam

দর্শকদের মন জিতে নিয়েছিল রাজীব নিগম। তিনি ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার ‘ চ্যালেঞ্জে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও কমেডি সার্কাসেও তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর জনপ্রিয়তা এখন আর আগের মত নেই। তবে youtube-এ তাঁর একটি কৌতুক অভিনেতা হিসেবে অ্যাকাউন্ট রয়েছে।

৫. রাজীব ঠাকুর (Rajib Thakur) –

Rajiv Thakur

কৌতুক অভিনেতা হিসেবে টিভির পর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন রাজীব ঠাকুর। তিনি ‘ দ্য কাপিল শর্মা শোতে ‘ও কৌতুক অভিনেতা হিসাবে উপস্থিত ছিলেন। কমেডি সার্কাসেও তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তাঁকে এখন আর টিভির পর্দায় খুব একা দেখা যায় না।

৬. সুনীল পল (Sunil Paul ) –

Sunil Paul

এখন সুনীল পলকে ইউটিউব শোয়ের হোস্ট করতে দেখা যায়। কিন্তু একটা সময়ে তাঁর টিভির পর্দায় ব্যাপক জনপ্রিয়তা ছিল। তিনি বলিউড ছবিতেও কমেডিয়ান অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। কিন্তু টিভির পর্দায় এখন তার আর আগের মতো জনপ্রিয়তা নেই।?