চাপ বাড়লো Airtel সহ অন্যান্য টেলিকম সংস্থার, একটি নয়, দুটি নয় ছয় ছয়টি নতুন প্ল্যান লঞ্চ করল Reliance Jio
Airtel সহ অন্যান্য টেলিকম সংস্থার, একটি নয়, দুটি নয় ছয় ছয়টি নতুন প্ল্যান লঞ্চ করল Reliance Jio

ভারতীয় রিলায়েন্স গ্রুপের কর্নধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) আসন্ন আইপিএল ২০২৩ এর বিসিসিআইয়ের কাছ থেকে অনলাইন সম্প্রচারের স্বত্ব কিনেছে। এখন আপনারা জিও অ্যাপ থেকে জিও সিনেমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মোট 12 টি ভাষার আইপিএলের আনন্দ উপভোগ করতে পারবেন। ক্রিকেট প্রেমীরা নতুন এই পরিষেবা উপভোগ করার জন্য অধীর আগ্রহে রয়েছেন।
রিলায়েন্স গ্রুপ তাদের আসন্ন প্রিমিয়াম লিগকে আকর্ষনীয় করে তোলার জন্য নতুন নতুন প্রিপেইড প্ল্যান চালু করা হয়েছে। এই প্ল্যানগুলি গ্রাহকদের জন্য অনেক অফার নিয়ে হাজির হয়েছে। এই অফার গুলির গ্রাহকদের আইপিএল দেখার অভিজ্ঞতা আরো অনেক সুবিধাজনক করে তুলবে। আপনারা কম বেশি সবাই জানেন, আইপিএল ভারতীয় জনপ্রিয় ইভেন্টের মধ্যে একটি।
এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ৩১ শে মার্চ তারিখ থেকে। নতুন প্ল্যান গুলি লঞ্চ করার মধ্যে দিয়ে সংস্থাটি আশা করেছে ম্যাচ গুলি নিরবিচ্ছিন্ন স্ট্রিমিংয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে। জিও সাম্প্রতিক ক্রিকেট প্ল্যান গুলির সাহায্যে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। এই ম্যাচ গুলি হলো ২৯৯ টাকার, ৩৯৯ টাকার এবং ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান।
২৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ১৪ দিনের জন্য বৈধ থাকছে। ব্যবহারকারীদের যে সুবিধা গুলি ছিল, সেগুলির সাথে ২৫ টাকার বিনামূল্যে ভাউচার থাকছে। প্রতিদিন ২ জিবি করে ডেটা থাকছে। ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি, ২৮ দিনের জন্য সুবিধা থাকছে। এই প্ল্যানে ২৫ টাকার ফ্রী ভাউচারের বদলে ৬১ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এখানে অতিরিক্ত ৬ জিবি ডেটা রয়েছে। এর পাশাপাশি ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে, এটার বৈধতা ৮৪ দিনের জন্য। এই প্ল্যানে ৩ জিবি করে ডেটা রয়েছে। প্রতিদিন ১০০ টি মেসেজ রয়েছে এটার সাথে রয়েছে ২৪১ টাকার ভাউচার।