500 টাকার নোট প্রসঙ্গে ভ্রান্তি দূর করলো RBI, দিলো বড়োসড়ো আপডেট
500 টাকার নোট প্রসঙ্গে ভ্রান্তি দূর করলো RBI

নোটবন্দীর পর থেকে ভারতে (India) এসেছে নতুন ৫০০ টাকার নোট (500 Hundred Note)। আর এই নতুন নোট বাজারে আসার পর থেকে তা জাল হতেও দেখা গিয়েছে। এ জন্য আরবিআই কর্তৃক নানা সময় নানা পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। যার ফলে নতুন ৫০০ টাকার নোটে বারংবার নানা পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি নতুন নোট নিয়ে আরবিআই (RBI) এক গুরুত্বপূর্ণ বিবৃতি জারি করলো। যে আপনার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন প্রতিবেদন থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
প্রধানত কালবাজারি বন্ধ করতে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে দিয়ে বাজারে আনা হয়েছিল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে বর্তমানে ২০০০ এর তুলনায় অনেক বেশি ৫০০ নোট ভারতীয় (Indian Currency) বাজারে রয়েছে। যার ফলে ৫০০ টাকার নোট জাল (Fake Note) হচ্ছেও বেশি। কোনটা জাল আর কোনটা আসল তা অনেকেই বুঝতে পারছেন না। তাই ৫০০ নোট লেনদেন করার সময় ভালো করে দেখে নিন এবং ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচুন।
সম্প্রতি কালে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে (Social Media) বেশ ভাইরাল (Viral Video) হচ্ছে। যার মধ্যে একটি ৫০০ টাকার নোটকে জাল বলে দাবি করা হচ্ছে। তবে নোটটি সত্যি জাল কিনা তার সত্যতা সামনে এনেছে পিআইবি। ভিডিওতে বলা হয়েছে যে সবুজ স্ট্রিপটি আরবিআই গভর্নরের স্বাক্ষরের (RBI Governor Signature) মধ্য দিয়ে যায় বা গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে সেই নোট নিতে বারণ করা হয়েছে। পিআইবি (PBI) জানিয়েছে ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে ফেক। যে সে সমস্ত নোট চলছে তা আসল নোট। তাই যদি আপনার কাছে ৫০০ নোট থাকে, তবে তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আরবিআই জানিয়েছে, এই দুই ধরণের নোটই গ্রহণ যোগ্য।
ভিডিওটির সত্যতা যাচাইয়ের পর দেখা গেছে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। বাজারে চলমান উভয় ধরনের নোটই আসল। আপনার কাছে যদি 500 টাকার কোনো নোট থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আরবিআই জানিয়েছে যে দুই ধরনের নোটই বৈধ। তাই এই ধরনের ভুয়ো ভিডিও পেলে, তা হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল: [email protected] এ পাঠিয়ে দেবেন। এছাড়া যদি নোট সম্পর্কিত কোনো বিষয় যাচাই করার থাকে তবে https://factcheck.pib.gov.in/ অফিসিয়াল লিঙ্কে (Official Website) গিয়ে দেখতে পারেন।