দেশের সেরা ৫ ইউটিউবার, যারা ইউটিউব থেকে আয় করে কোটি কোটি টাকা, সম্পত্তির পরিমাণ শুনে চমকে যাবেন আপনিও

বর্তমানে আয়ের উৎস ইউটিউবকেও ধরা হচ্ছে। চ্যানেলে নিজেদের কন্টেন্ট দিয়ে আয় করা সম্ভব হচ্ছে ইউটিউব থেকে। সব বয়সী মানুষরা ইউটিউব থেকে আয় করছে। বর্তমানে ইউটিউব থেকেও অনেকের সংসার চলছে। অনেকে লাখ বা কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে ইউটিউব করে। আজ এমনই কিছু ইউটিউবারের কথা বলবো।

১. গৌরব চৌধুরী ( Gaurav Chaudhary) –

তাঁর বর্তমান বয়স ৩১ বছর। তিনি ২০১৫ সালে ইউটিউবে চ্যানেল খোলে। তাঁর চ্যানেলের নাম ‘ টেকনিক্যাল গুরুজি ‘। তাঁর চ্যানেলের সাবস্ক্রাবার ২২ মিলিয়ন। তাঁর আরো একটি চ্যানেল রয়েছে। তার সাবসক্রাইবার ২২ মিলিয়ন। তিনি মাসে আয় করে থাকেন ১.৫ কোটি থেকে ২ কোটি। তাঁর সম্পত্তির পরিমাণ ৩২৬ কোটি টাকা।

২. অমিত ভাদানা (Amit Bhadana) –

তিনি আইনের ছাত্র। তাঁর চ্যানেলের নাম অমিত ভাদনা রইছে। তাঁর চ্যানেলের সাবসক্রাইবার রয়েছে ২.৪ মিলিয়ন। তাঁর বর্তমান বয়স ২৭ বছর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৭ কোটি টাকা।

৩. নিশা মধুলিকা ( Nisha Madhulika) –

 

বয়স যে কোন কিছুর বাধা নয়। তা তিনি প্রমাণ করে দিয়েছেন। বর্তমান বয়স তাঁর ৬২ বছর। তাঁর ইউটিউব চ্যানেলে সাবসক্রাইবার রয়েছে ১.২৫ কোটি টাকা। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি টাকা। পাশাপশি তিনি বলেন রেস্তোরাঁর পরামর্শ দাতা ও শেফ।

৪. অজেয় নাগর ( Ajey Nagar ) :

তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম হলো ক্যারিমিনাটি। তাঁর বয়স মাত্র ২২ বছর। এখনি তিনি ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক।

৫. আশিস চাঁচলানি ( Ashis Chanclani) :

তিনি সিনেমা রিভিউ করে থাকেন। তাঁর বর্তমান বয়স ২৮ বছর। তাঁর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা। তাঁর সাবসক্রাইবার রয়ছে ২৮ মিলিয়ন।