৩০ কিলোর ‘গোল্ডফিশ’! ভেঙে গেল আগের সমস্ত রেকর্ড, দৈত্যাকার মছের ছবি দেখে আঁতকে উঠবেন
ভেঙে গেল আগের সমস্ত রেকর্ড

নানা খবরের মাঝে প্রায়শই সংবাদমাধ্যমে উঠে আসে বড় বড় মাছ শিকারের খবর। প্রায়শই সমুদ্রে জাল ফেলে বিশাল আকৃতির মাছ ধরেন মৎস্যজীবীরা। তবে এবারের ফ্রান্সের (France) এক মৎস্যজীবী এমন বড় মাছ (Big Fish) জালে তুললেন, যা আগের সব রেকর্ডকে হার মানাবে। কি মাছ তুললেন জালে ফ্রান্সের ওই মৎস্যজীবী (Fisherman)? চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
ঘটনাটি ঘটেছে ফ্রান্সের শ্যামপেন (Champagne France) অঞ্চলে। ফ্রান্সের অ্যান্ডি হ্যাকেত (Andry Haket) নামে এক মৎস্যজিবু ব্লু ওয়াটার লেক (Blue Water Lake) থেকে দৈত্য আকারের মাছ ধরলেন। ওই মৎস্যজীবীর বয়স ৪২। দীর্ঘদিন ধরেই তিনি এই পেশায় রয়েছেন। তবে এত বড় মাছ তিনি এই প্রথম ধরলেন। এখানে যে এমন একটি মাছ রয়েছে, তা তিনি আগেই জানতেন। তবে তাঁর কপালেই যে এটাই লেখা রয়েছে তিনি ভাবতে পারেননি।
মাছটি ‘ক্যারট’ নামে পরিচিত ছিল। কেননা এই মাছটির গায়ের রং গাজরের মতো লাল। ব্লু ওয়াটার লেক থেকে পাওয়া এই মাছটির ওজন ৩০.৫৭২ কেজি। হ্যাকেত জানিয়েছেন, ওই দিন বঁড়শিতে টান দেওয়ার সময় লক্ষ করেন জালে এই মাছটি পড়েছে। দূর থেকে তিনি মাছটি লক্ষ করেন। তিনি আরো জানান যে, এই মাছটি ধরা অতো সহজ ছিল না। প্রায় ২৫ মিনিট সময় লাগে মাছটি জল থেকে তুলতে। এর আগে আমেরিকার এক মৎস্যজীবী বড় মাপের গোল্ডফিশ (Goldfish) ধরেছিল। এটি এতদিন সবচেয়ে বড় মাছ হিসাবে ধরা হতো। এবার সেই রেকর্ড ভাঙলো।
তবে এই দৈত্যকার মাছটি গোল্ডফিসের মতো দেখতে হলেও, এটি গোল্ডফিশ মানতে নারাজ অনেকে। কেননা বাড়িতে রাখা অ্যাকোয়ারিয়ামে যে ধরণের গোল্ডফিশ দেখতে পাওয়া যায়। তার থেকে অনেকটাই আলাদা এটি। জানা যাচ্ছে, এটি লেদার কার্প এবং কোই কার্পের একটি সংকর প্রজাতি। এর বয়স প্রায় ২০ বছর। প্রায় ১৫ বছর আগে মাছটি এই লেকে ছাড়া হয় বলে জানিয়েছেন জলাশয়ের মুখপাত্র।