পছন্দের তালিকায় থাকা বাইক কিনতে পারছে না! দেখে নিন ২ লাখের নীচে ৩ টি সেরা Royal Enfield-র ফিচার্স

এই মুহূর্তে বাইকের বাজারে রেট্রো স্টাইলের সঙ্গে মডার্ন ডিজাইনের মিশ্রণ অর্থাৎ রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) ব্যাপক চাহিদা রয়েছে। তরুণ যুবক থেকে শুরু করে ৮০-র বৃদ্ধ, সকলেরই একবার হলেও এই বাইক চালানোর স্বপ্ন রয়েছে। তবে দাম দেখে অনেকেরই এই বাইক কেনার আশা, নিরাশায় পরিণত হয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই বাইকের দাম ২ লক্ষের গন্ডি ছাড়িয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর, রয়্যাল এনফিল্ড ইন্টারসেপটার, রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল, রয়্যাল এনফিল্ড হিমালয়ান, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড হান্টার। তবে চিন্তার কোন কারো নেই, ২ লাখের নীচেও রয়েছে এমন তিনটি বাইক, যা আপনার সাধ্যের মধ্যেই থাকছে। দেখে নিন তালিকা-

img 20230502 180209

রয়্যাল এনফিল্ড হান্টার 350 (Royal Enfield Hunter 350)- 349 সিসি ইঞ্জিন সঙ্গে 5 স্পিড গিয়ারবক্সযুক্ত এই বাইক সর্বোচ্চ 20.4 পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। ডিস্ক ব্রেক ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম(ABS) রয়েছে এই বাইকের দুই চাকাতেই। স্পোক হুইলসহ এই গাড়ি 114 কিমি প্রতি ঘণ্টার টপ স্পিড দেবে। 189 কেজি এবং 790 মিলিমিটার ইচ্চতা বিশিষ্ট এই বাইকে রয়েছে USB চার্জিং পোর্ট, ডিজিটাল ট্রিপমিটার, স্পিডোমিটার। 13 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি বিশিষ্ট এবং 36 কিমি মাইলেজ সম্পন্ন এই গাড়ির দাম প্রায় 1.49 – 1.71 লাখ টাকা।

img 20230502 180224

রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 (Royal Enfield Classic 350)- 349 সিসি ইঞ্জিন সঙ্গে 5 স্পিড গিয়ারবক্সযুক্ত এই বাইক সর্বোচ্চ 20.21 পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। ডিস্ক ব্রেক ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম(ABS) রয়েছে এই বাইকের দুই চাকাতেই। স্পোক হুইলসহ এই গাড়ি 97.92 কিমি প্রতি ঘণ্টার টপ স্পিড দেবে। 195 কেজি এবং 805 মিলিমিটার ইচ্চতা বিশিষ্ট এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ওডোমিটার/ট্রিপমিটার। 13 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি বিশিষ্ট  এবং 41 কিমি মাইলেজ সম্পন্ন এই গাড়ির দাম প্রায় 1.90 – 2.21 লাখ টাকা।

img 20230502 180242

রয়্যাল এনফিল্ড বুলেট 350 (Royal Enfield Bullet 350)- 349 সিসি ইঞ্জিন সঙ্গে 5 স্পিড গিয়ারবক্সযুক্ত এই বাইক সর্বোচ্চ 19.36 পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমযুক্ত এই বাইকের সামনের চাকায় ডিস্ক এবং পিছন চাকায় ড্রাম ব্রেক রয়েছে। 191 কেজি এবং 800 মিলিমিটার ইচ্চতা বিশিষ্ট এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ওডোমিটার/ট্রিপমিটার। 13.5 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি বিশিষ্ট এবং 38 কিমি মাইলেজ দিতে সক্ষম এই গাড়ির দাম প্রায় 1.51 – 1.66 লাখ টাকা।