বিশ্বের সবচেয়ে দামি পানীয়, বয়স ২৬১ বছর! দাম শুনে চোখ উঠতে পারে কপালে

কমবেশি সবারই জানা যে নতুন বোতলে পুরনো মদের টেস্টই আলাদা। কিন্তু মদ স্বাস্থ্যের পক্ষে কতটা হানিকারক, সেটা অনেকে বুঝেও অফুরন্ত পান করে চলেন। এর ফলে বড় বড় রোগের শিকার হন তারা। তবে আজ আমরা এমনই এক পুরনো বোতলের হুইস্কির কথা বলবো যার বয়স ২৫০ বছরেরও বেশি।

সূরা বিশেষজ্ঞরা জানিয়েছে, বোতলটির মধ্যে হুইস্কি রাখা হয়েছিল ১৮৬০ সালে। বোতলটি ১০০ বছরেরও পুরনো। বোতলটির ভেতরের পানিয় কম করে ২৫০ বছরের পুরনো। কি অবাক হচ্ছেন শুনে! কিন্তু এমনটাই সংগ্রহ করে রেখেছিলেন আমেরিকার জেপি মর্গ্যান নামে এক ব্যক্তি।

যদিও ওই ব্যক্তি এখন বেঁচে নেই, ওনার উত্তরাধিকারীগণ ওই বোতলটি নিলামে তুলেছে অনলাইনে। হুইস্কির বোতলটির দাম রাখা হয়েছে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মূল্য ১ কোটি ১৬ লক্ষ টাকা, এমনটাই জানাচ্ছেন আমেরিকান সংবাদ সংস্থার তরফ থেকে।

এই পানীয়টি খাওয়ার যোগ্য কিনা তা এখনো ঠিকঠাকভাবে জানাননি সূরা বিশেষজ্ঞরা। তাঁদের মতে যদি কোন হুইস্কির বোতলের ছিপি ঠিকঠাকভাবে না খোলা হয় , তাহলে সেটা ১০ বছর পর্যন্ত ভালো থাকতে পারে।