প্রতিটি গোল করার জন্য নিতেন ১২ কোটি টাকা! ম্যাঞ্চেস্টার ছাড়ার সময় ফাঁস হল হিসেব

চলছে বিশ্বকাপ ফুটবল (fifa world cup 2022)। চারিদিকে চলছে তাঁরই উন্মাদনা। শহর থেকে গ্রাম, গলির মোড়ে মোড়ে এখন আলোচনার একটাই বিষয় ফুটবল বিশ্বকাপ। সেইসঙ্গে বিভিন্ন দেশের পতাকা, এমনকি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শহরের বিভিন্ন অংশও। তবে সবার মধ্যে বহু চর্চিত খেলোয়াড় হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (cristiano ronaldo)। সম্ভবত এই বিশ্বকাপেই শেষবারের মত দেখা যাবে ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়কে।

সম্প্রতি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এই খেলোয়াড়ের। জানা গিয়েছে, রোনাল্ডোর দ্বিতীয় পর্বে লাল ম্যাঞ্চেস্টার তাঁর প্রতিটি গোলের জন্য ১২ কোটি টাকা খরচ করেছে। এখানেই শেষ নয়, প্রতি সপ্তাহে প্রায় ৫ কোটি টাকার চুক্তিতে জুভেন্টাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেছিলেন এই খেলোয়াড়।

img 20221126 123731

দুবছরের জন্য চুক্তি করলেও, এক বছর পাঁচ মাস যেতে না যেতেই, এই দল ছেড়ে বেরিয়ে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (cristiano ronaldo)। তবে জানা গিয়েছে, সময়ের আগে দল ছেড়ে দেওয়ার কারণে, বাকি সাত মাসের পারিশ্রমিক অর্থাৎ ১৫৮ কোটি টাকা পাবেন না এই খেলোয়াড়। তবে এই সময়কালে অর্থাৎ এক বছর পাঁচ মাসে ২৭টি গোল করায়, প্রতি গোলের জন্য প্রায় ১২ কোটি টাকা পাওয়ার ফলে তিনি ৩১৭ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ইতিমধ্যেই।

দলের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে কিছুতেই মতের মিল হচ্ছিল না রোনাল্ডোর। সেই কারণে, মরসুমে বেশির ভাগ ম্যাচে বেঞ্চে বসে থাকতেও দেখা গিয়েছিল। দীর্ঘ দিন ধরে ম্যান ইউর সঙ্গে সম্পর্ক থাকার কারণে, শেষে এই দল ছেড়ে বেরিয়ে যান তিনি।

img 20221126 123721

তবে দল ছেড়ে দেওয়ার পর কোনরকম কোন সাংবাদিক বৈঠক করতে দেখা যায়নি রোনাল্ডকে (cristiano ronaldo)। তবে স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ম্যান ইউয়ের সঙ্গে আলোচনা করে তবেই এই দল ছাড়ার সিদ্ধান্ত নিই। তবে আজও আমি ম্যান ইউয়কে ভালোবাসার পাশাপাশি ওঁদের সমর্থকদেরও ভালোবাসি। ব্যক্তিগত ভাবে আমার দিক থেকে বাকি মরসুম ও ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল ম্যান ইউয়ের জন্য’।